Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

দিবা-রাত্রির টেস্টে ঐতিহ্যের ঔজ্জ্বল্য

কথার লড়াইয়ে যেতে আপত্তি কোহলির

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

সা¤প্রতিক সময়ে ভারত-অস্ট্রেলিয়ার খেলা মানেই যেন উত্তেজনার আলাদা মাত্রা। বিশেষ করে যদি হয় টেস্ট সিরিজ আর খেলা যদি হয় অস্ট্রেলিয়ায়। ক্রিকেটের বাইরেও চলে মুখের লড়াই। যাকে স্লেজিং হিসেবে চিনে ক্রিকেট বিশ্ব। অ্যাডিলেডে দিবারাত্রির টেস্ট শুরুর আগের দিন ভারত অধিনায়ক বিরাট কোহলি বলছেন, সবই থাকবে। তবে তার আশা উত্তেজনার পারদ চড়া হলেও এবার ব্যক্তি আক্রমণ হবে না।
আজ বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে দুদলের বোর্ডার-গাভাস্কার ট্রফি। চার টেস্টে প্রথমটি এবার হচ্ছে গোলাপি বলে দিবারাত্রির। তুমুল আগ্রহের টেস্ট সিরিজ শুরুর আগের দিন অনুমিতভাবেই এলো সেøজিং প্রসঙ্গ। ভারত অধিনায়ক বললেন, আগের সময় কিছুটা বদলেছে। সবারই বোধের জায়গায় নাকি এসেছে বদল, ‘এই বছর সবাইকে অনেক কিছু শিখিয়েছে যা হয়তো অতীতে তেমন গুরুত্ব পায়নি। রাগ পুষে রাখার যেমন কোন মানে নেই আবার ব্যক্তি আক্রমণও কাম্য নয়, সেটা হয়ত হবে না।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসেব নিকেশের কারণে দুই দলের সিরিজে থাকবে লড়াইয়ের ঝাঁজ। সেই ঝাঁজ কখনই মাত্রা ছাড়াবে না বলে বিশ্বাস কোহলির, ‘আমাদের সামনে বড় লক্ষ্য। আমার মনে হয় মাঠে এখন পারস্পরিক শ্রদ্ধা অনেক বেশি। ব্যক্তি আক্রমণ হবে বলে তাই মনে করি না। অনেক উত্তেজনা থাকবে, টেনশন কাজ করবে। চড়া আবেগ থাকবে। কিন্তু ব্যক্তি আক্রমণ হবে না। আবার ক্রিকেটের মানও পড়ে যাবে না। ক্রিকেটের মর্যাদা সমুন্নত রাখতে হবে, বুঝতে হবে দুই শক্তিশালী দল একে অন্যের বিরুদ্ধে খেলবে। মাঠে তাই কড়া লড়াই হবে, তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ