Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩০ হাজার দর্শক নিয়ে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

করোনাভাইরাসকে ধীরে ধীরে জয় করার দিকেই যেন এগিয়ে চলেছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে সিরিজের শুরু থেকেই দর্শকদের মাঠে বসে খেলার দেখার অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও সেটা সীমিত পরিসরে। এবার টেস্ট সিরিজেও এই দুই দেশের লড়াই দেখার জন্য আরও বেশি সংখ্যক দর্শকদের সুযোগ দিতে যাচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে’তে (২৬ ডিসেম্বর) শুরু হওয়া ভারত-অস্ট্রেলিয়া টেস্টে প্রতিদিন ৩০ হাজার দর্শককে গ্যালারিতে প্রবেশের অনুমতি দিতে চলেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া টেস্টে প্রথমে প্রতিদিন ২৫ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল; কিন্তু গতপরশু ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে টুইট করে জানানো হয়, এমসিজিতে ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টে প্রতিদিন ৩০ হাজার দর্শক প্রবেশ করতে পারবে।

‘এমসিজিতে আমরা আরও বেশি ক্রিকেট ফ্যানকে মাঠে ঢোকাতে সক্ষম হব। সুতরাং এটা ভিক্টোরিয়ানদের কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং বছর।’
ভিক্টোরিয়া প্রদেশে কোভিড-১৯ প্রকোপ বেশি থাকায় মেলবোর্নে বক্সিং ডে টেস্ট হওয়া নিয়েই এক সময় সংশয় দেখা দিয়েছিল; কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে পরে জানানো হয়, বক্সিং ডে টেস্ট হবে মেলবোর্নেই। সাধারণত, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে দর্শকাশন রয়েছে প্রায় ১ লাখ।
ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। তবে এই টেস্ট ম্যাচটি হবে ডে-নাইট এবং এই টেস্ট দিয়েই বিদেশের মাটিতে প্রথমবার গোলাপি বলে টেস্ট খেলতে নামছে ভারত। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে অ্যাডিলেড ওভালে মাঠের ক্যাপাসিটি অনুযায়ী ৫০ শতাংশ দর্শক ঢুকেতে পারবেন। আর শেষ টেস্টে ব্রিসবেনের গ্যাবায় স্টেডিয়ামের ক্যাপাসিটির ৭৫ শতাংশ দর্শক মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত-অস্ট্রেলিয়া-টেস্ট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ