Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনেটের নিয়ন্ত্রণে প্রচারে বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই শেষ। এখন শুধু বাক্সপেটরা নিয়ে হোয়াইট হাউজে উঠার পালা। তাও সময় ঘনিয়ে আসছে। এ জন্য গোছগাছ হচ্ছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন। কিন্তু তার আগে আরেক লড়াইয়ে তিনি। তাকে মঙ্গলবার স্বীকৃতি দিয়েছেন সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান নেতা মিশ ম্যাকনেল। বাইডেনের সঙ্গে তিনি একসঙ্গে কাজ করার প্রত্যয় ঘোষণা করেছেন। কিন্তু এর মাত্র কয়েক ঘন্টা পরে নির্বাচনের মাধ্যমে মিশ ম্যাকনেলকে সিনেট থেকে পরাজিত করার আহবান জানিয়েছেন জর্জিয়ানদের। এই রাজ্যে আগামী ৫ই জানুয়ারি দুটি আসনে সিনেট উপনির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে দু’জন ডেমোক্রেটকে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন জো বাইডেন। যদি এই দুটি আসন ডেমোক্রেটরা পান তাহলে, সিনেটে সংখ্যাগরিষ্ঠ হবেন তারা। এর ফলে রিপাবলিকান মিশ ম্যাকনেলের ক্ষমতা খর্ব হবে। প্রশাসন চালানো অনেকটাই অনুক‚লে চলে আসবে বাইডেনের। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ জন্য জর্জিয়ার ভোটারদের প্রতি আটলান্টায় এক র‌্যালিতে বাইডেন বলেন, আপনারা কি দু’জন সিনেটর প্রার্থীকে ভোট দিতে প্রস্তুত, যারা আপনাদের জন্য হ্যাঁ বলবেন, না বলবেন না। জর্জিয়ায় এ দুটি আসনে বর্তমান রিপাবলিকান সিনেটর কেলি লিওফলার এবং ডেভিড পারদু। তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেট রাফায়েল ওয়ারনক এবং জন ওসোফ। যদি ডেমোক্রেটরা সিনেটের সংখ্যাগরিষ্ঠতা নিতে পারেন তাহলে কংগ্রেসের উভয় কক্ষ- অর্থাৎ প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ চলে আসবে তাদের দখলে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ