Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের সমালোচনা করে মার্কিন সিনেটরের চিঠি

গণতান্ত্রিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২১, ১২:১৪ এএম

বাইডেন প্রশাসনের প্রথম কোনও সদস্য হিসাবে শুক্রবার ভারত সফরে আসছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড জে অস্টিন। সেই সফরের আগেই মার্কিন সিনেটরদের পক্ষ থেকে ভারতের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হল।

একটি চিঠিতে সিনেট সদস্য রবার্ট মেন্ডেজ বলেছেন, ‘দুই দেশের আলোচনার সময় যেন ভারতের গণতান্ত্রিক পরিবেশের বিষয়টি তোলা হয়। যেন বার্তা দিয়ে বলা হয়, ভারতকে তার গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অটুট থাকতে হবে। কারণ, ভারত সরকার ক্রমে সেই মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে।’

মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান মেন্ডেজ চিঠিতে কৃষক আন্দোলনের প্রসঙ্গও টেনে বলেছেন, ‘সরকার যে ভাবে বর্তমানে প্রতিবাদরত কৃষকদের আন্দোলন ব্যর্থ করতে নেমে পড়েছে, যে ভাবে সাংবাদিক ও সরকারের সমালোচকরা ভয়ে রয়েছেন, তা ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার অবনতির দিকেই ইঙ্গিত করে। সাম্প্রতিক কালে নাগরিকত্ব আইনের মাধ্যমে দেশের মুসলিম সমাজে আতঙ্ক তৈরি করা বা ৩৭০ ধারা বিলোপের পর সরকার বিরোধীদের সঙ্গে কোনও রকম আলোচনায় না গিয়ে তাদের আটক করা, সবই চিন্তার কারণ বাড়িয়েছে।’

বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কৃষক আন্দোলন নিয়ে সমালোচনা শুনতে হয়েছে ভারতকে। পপ তারকার রিহানা ভারতের কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করায় শুরু হয়েছিল বিপুল বিতর্ক। সরকারের পক্ষ থেকেও পপ তারকার বক্তব্যের বিরোধিতা করা হয়। কৃষকদের পাশে থাকার বার্তা দেয় কানাডা সরকারও। এর আগে যুক্তরাষ্ট্র কৃষক আন্দোলন নিয়ে সরকারের বিরোধিতা করলে কেন্দ্রের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র এস জয়শঙ্কর তুলে এনেছিলেন আমেরিকায় ক্যাপিটল হিলে ছড়িয়ে পড়া হিংসার প্রসঙ্গ। এই অবস্থায় মার্কিন সিনেট সদস্যের ‘ভারতের গণতান্ত্রিক পরিবেশ’ নিয়ে প্রশ্ন অন্য মাত্রা যোগ করল বলেই মনে করছে কূটনৈতিক বিশেষজ্ঞরা। সূত্র : দ্য হিন্দু।



 

Show all comments
  • সাইফুল ইসলাম চঞ্চল ২০ মার্চ, ২০২১, ২:১১ এএম says : 0
    চরমপন্থী মোদি আসার পর থেকে ভারতের গণতান্ত্রিক পরিবেশ উধাও হয়ে গেছে।
    Total Reply(0) Reply
  • নাসিম ২০ মার্চ, ২০২১, ২:১২ এএম says : 0
    ভারত বিশ্বের বুকে এমন এক দেশ যার কোনো পরিতিবেশির সাথে ভালো সম্পরকো নেই।
    Total Reply(0) Reply
  • রমজান আলি ২০ মার্চ, ২০২১, ২:১৩ এএম says : 0
    ভারতেও এখন স্বৈরাতন্ত চলছে..তারা আমাদের কাছ থেকে শিখেছে।
    Total Reply(0) Reply
  • হোসাইন এনায়েত ২০ মার্চ, ২০২১, ২:১৪ এএম says : 0
    ভারতে েএখনও উগ হিন্দুত্ববাদিদের জাহেলি শাসন চলছে। অন ধমের মানুষরা নানান ভাবে নিপীড়িত নিযাতিত।
    Total Reply(0) Reply
  • বাতি ঘর ২০ মার্চ, ২০২১, ২:১৫ এএম says : 0
    ভোট জ্বালিয়াতির গণতন্ত দিয়ে টিকে রয়েছে কসাই মোদি ও তার দল বিজেপি।
    Total Reply(0) Reply
  • রাজিব ২০ মার্চ, ২০২১, ২:১৫ এএম says : 0
    আন্তজাতিক ফোরামে ভারতকে বয়কট করা হোক।
    Total Reply(0) Reply
  • salman ২০ মার্চ, ২০২১, ৭:১৪ এএম says : 0
    JONGI, UGRO-BADI, Mudi & Omit Sha GONG ra e oi Poribesh ta Dhongsho korsay. Ora HINDU MowloBadi, JONGI
    Total Reply(0) Reply
  • Mominul+Hoque ২০ মার্চ, ২০২১, ১০:১৭ এএম says : 0
    ভারতের ইন্দ্বনেই বাংলাদেশের গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে। আর সেই ভারতে গণতন্ত্র টিকবেইবা কিভাবে। ভারতের বিজেপি তো একটি উগ্রবাদী ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠী মাত্র। আমরা আশা করবো আমেরিকা ভারতের ব্যাপারে চিন্তাধারা করে গণতান্ত্রিক নীতি চূড়ান্ত করবে।
    Total Reply(0) Reply
  • AZAD ২০ মার্চ, ২০২১, ১২:০৬ পিএম says : 0
    ধর্মীয় উগ্রবাদী কোন সরকারই গণতন্ত্রের কথা শুনবে না । তাদেরকে মানাতে হবে পররাষ্ট্র নীতির কলকাঠি দিয়ে - যে যা বোঝে আর কি ...।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন সিনেটরের চিঠি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ