Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমেরিকার সঙ্গে তালেবানের চুক্তি ব্যর্থ হয়েছে : আফগান সিনেট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২০, ১২:০৭ পিএম

যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে সম্পাদিত শান্তিচুক্তিকে ব্যর্থ বলে উল্লেখ করেছে আফগান সংসদের উচ্চকক্ষ সিনেট। গতকাল রোববার (১ নভেম্বর) সিনেটের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে আফগানিস্তানের বার্তা সংস্থা আওয়া এ খবর দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার সঙ্গে তালেবানের চুক্তি স্বাক্ষরের পর আফগান সরকারও তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছে। কিন্তু এসব উদ্যোগ সত্ত্বেও সামরিক ও বেসামরিক লোকজনের ওপর তালেবানের হামলা বন্ধ হয়নি বরং বেড়ে গেছে।
এ অবস্থায় আফগান সিনেট প্রস্তাব দিয়েছে, কাবুল সরকার যেন ওআইসি, জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের মধ্যস্থতায় আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা চালায় যাতে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া থেকে একটি স্পষ্ট ফল বেরিয়ে আসে।
আফগানিস্তানে গত প্রায় দুই দশকের সহিংসতা ও রক্তপাত এড়াতে গত ফেব্রুয়ারিতে কাতারের রাজধানী দোহায় কথিত শান্তি চুক্তি সই করে আমেরিকা ও তালেবান। কিন্তু তা সত্ত্বেও আফগানিস্তানে তালেবানের হামলা ও সহিংসতা মোটেই কমেনি।
এরপর গত ১২ সেপ্টেম্বর থেকে দোহায় আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসেছে তালেবান যা এখনো চলছে। কিন্তু এই আলোচনা থেকে এখন পর্যন্ত কোনো ইতিবাচক ফলাফল পাওয়ার কথা শোনা যায়নি। আমেরিকা এই আলোচনায় সরাসরি হস্তক্ষেপ করছে বলে আফগান সূত্রগুলো জানিয়েছে।
প্রসঙ্গত, গত ২৯ শে ফেব্রুয়ারি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার বিষয়ে তালেবানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ ১৯ বছর ধরে চলা আফগান যুদ্ধের অবসানে কাতারের মধ্যস্থতায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। সূত্র : রয়টার্স।

 



 

Show all comments
  • Jack Ali ২ নভেম্বর, ২০২০, ৮:২০ পিএম says : 0
    May Allah give back power to rule Afghanistan by the Law of Allah and destroy current non-believer government and all the foreign forces. Ameen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগান সিনেট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ