বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। ওই অপশক্তি ধর্মের অপব্যাখা দিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল,তারাই আবার নতুন করে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করতে ষড়যন্ত্র শুরু করেছে। বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে তারা আবারও মাঠে নেমেছে।
বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের মানুষ যখন ডিজিটাল সুবিধাভোগ করছে ঠিক তখনই তারা দেশের মধ্যে অরাজকতা শুরুর পাঁয়তারা করেছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এইসব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানান প্রতিমন্ত্রী পলক। বুধবার (১৬ডিসেম্বর) মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসুচী পালনের সময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।
সুর্যদয়ের সাথে সাথে তিনি সিংড়া উপজেলার কেন্দ্রিয় শহীদ স্মৃতি সৌধে পুস্পার্ঘ নিবেদন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক,পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ওহিদুর রহমান শেখ, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাও.রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।