Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামাজিক মাধ্যমে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

আবদুল মোমিন | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ১:২৯ পিএম

‘বিজয় তুমি ১৬ ডিসেম্বর-লাখো শহীদের রক্তমাখা প্রাণ/ বিজয় তুমি শাশ্বত বাংলার সোনালি ফসল-সরষে ফুলের ঘ্রাণ’। মহান বিজয় দিবসে কবির কবিতার এই চিত্রপট যেন বর্ণিলভাবে ফুটে উঠলো নেটদুনিয়া জুড়ে। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিজয়ের আনন্দে উদ্ভাসিত হয়ে মেতে উঠেছে গোটা বাঙালি জাতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সরব জানান দিয়েছেন তারা।

আজ ১৬ ডিসেম্বর ৫০তম মহান বিজয় দিবস পালিত হয়। বীরের জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের অস্তিত্ব প্রতিষ্ঠার চিরস্মরণীয় দিন। মুক্তির জয়গানে মুখর জাতি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান সেই অকুতোভয় বীরদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এ বিজয়।

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে নুর মোহাম্মাদ মাসুদ লিখেছেন, ‘‘জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা, বছরে কেবল একদিন আয়োজন করে প্রদর্শন করার জিনিস নয়। তাঁদের মহান আত্মত্যাগ, অবদানকে সর্বক্ষণ অন্তরে ধারণ করা আমাদের কর্তব্য। এই মহান বিজয় দিবসে লাল-সবুজের অনুপ্রেরণায় হোক কোটি বাঙালির গর্বিত পথচলা।
১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। ৫০তম বিজয় দিবসে ত্রিশ লক্ষ শহীদ, সকল বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রম হারানো সকল মা-বোনের প্রতি বিনম্র শ্রদ্ধা। যাদের আত্মত্যাগে পেয়েছি আমরা বাংলাদেশ নামক মাতৃভূমি।’’

আমরান হোসাইন লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার শুকরিয়া। পাকিস্তানী শোষণ থেকে আল্লাহর দয়া ও শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি।দেশের স্বাধীনতার জন্য জীবনদানকারী শহীদদেরকে আল্লাহ তায়ালা জান্নাত দান করুন। আমার প্রিয় মাতৃভূমিকে আল্লাহ তায়ালা দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুক..।’’

মোহাম্মাদ আবু সাইদ লিখেছেন, ‘‘আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক হতে পেরে গর্বিত। যাদের আত্মদানের মাধ্যমে পেয়েছি একটি স্বাধীন দেশ তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। মহান আল্লাহ যেন তাদেরকে শান্তিতে রাখেন।’’

আহমেদ জুনাইদ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘‘আমাদের পতাকা, আমাদের মান, সত্য সুন্দর বিজয় নিশান। দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন,
নতুন প্রজম্মকে সঠিক ইতিহাস শিখান, দেশ সমাদ্বিত হোক। বিজয় দিবসের শুভেচ্ছা বাংলাদেশ ও প্রবাসি সকল ভাইবোনকে।’’

শিকদার ওমর ফারুক লিখেছেন, ‘‘বিজয়ী মানে একটা মানচিত্র, বিজয় মানে একটা লাল সবুজের পতাকা, বিজয় মানে একটা গর্বিত জাতি, বিজয় মানে অস্তিত্ব বাংলাদেশ। বিজয়ের ৫০বছর পূর্তিতে এই গর্বিত জাতি গড়ার সকল কারিগরকে মন থেকে জানাচ্ছি শুভেচ্ছা।’’

রাকিব হাসান লিখেছেন, ‘‘সবাইকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা এবং পাশাপাশি সেই সকল বীরদের প্রতি বিনম্র শ্রদ্ধা যারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন, আল্লাহর কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং যারা এখনো জীবিত আছেন, আল্লাহ তাদের সুস্থতা দান করুন। বাংলাদেশ চিরজীবি হোক।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশ্যাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ