মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নৈতিকতা অক্ষু্ন্ন রাখতে আজারি সেনাদের বিচার করছে আজারবাইজান। আর্মেনিয়ান কবরের ফলক ভাঙায় ইতোমধ্যে সেনাদের বিচার শুরু করেছে তারা। আজারবাইজানের প্রসিকিউটর জেনারেল জানিয়েছেন, আজারি ফৌজের শৃঙ্খলার সাথে এই ঘটনাগুলো মেলে না। ওই কারণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ব্যাপারে আজারবাইজান জানিয়েছে, দু’জনের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হচ্ছে। অন্যদিকে, সোমবার থেকে যুদ্ধবন্দিদের হস্তান্তর শুরু করেছে দেশগুলো। এ সপ্তাহের মধ্যেই সমস্ত যুদ্ধবন্দির হস্তান্তর শেষ হবে বলে জানিয়েছে দু’দেশই। আর্মেনিয়ার সেনার শরীর ক্ষত-বিক্ষত করে দিয়েছিল দুই আজারি সেনা। খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়েছিল আটক আর্মেনীয় সেনাদের। গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করে তা সোশ্যাল নেটওয়ার্কে আপলোড করেছিল দুই আজারি সেনা। পরে সোশ্যাল নেটওয়ার্কে ওই ছবি ভাইরাল হয়ে যায়। এরপরই আর্মেনিয়ার সেনাবাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বলে জানিয়েছে আজারবাইজান। আজারবাইজান জানিয়েছে, ওই দুই অফিসারকে আগেই সাসপেন্ড করা হয়েছে। এ বার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আরো দুই আজারি সেনাকেও গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, আর্মেনিয়ায় কবরের ফলক ইচ্ছাকৃতভাবে ভেঙেছিল তারা। এটি এক প্রকার যুদ্ধাপরাধ। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায়ে এক পোস্টে জানিয়েছেন, ৪৪ জন আর্মেনীয় বন্দি সেনা দ্রæত রাশিয়ার বিমানে চড়ে দেশে ফিরে আসবেন। কোনো কোনো এলাকায় নতুন করে লড়াই শুরু হয়েছিল। ডয়েচে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।