Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুর পৌরসভা নির্বাচন কে হচ্ছেন নৌকার কান্ডারী?

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২০, ৪:৩৮ পিএম

টাঙ্গাইলের সখিপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ৩০জানুয়ারি। পৌর নির্বাচন তফশিল ঘোষনার তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভার মধ্যে সখিপুর পৌরসভার নামও রয়েছে। সোমবার বিকালে নির্বাচন কমিশন কর্তৃক তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভার তফশিল ঘোষনা করা হয়েছে। নির্বাচনী গুঞ্জন শুরু হওয়ার পর থেকেই সখিপুর পৌরসভায় মেয়র পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন পাঁচজন। এরা হলেন-বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর তারেক,কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল আলীম মিয়া,পৌর আ.লীগ সভাপতি অধ্যাপক আহম্মদ আলী মিয়া,উপজেলা যুবলীগ সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর তালুকদার। মেয়র মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যে মতবিনিময় সভা ও মোটর শোভাযাত্রা সম্পন্ন করেছেন। গত ০৪ ডিসেম্বর উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলা আ.লীগ কর্তৃক আয়োজিত মেয়রপ্রার্থী বাছাই প্রক্রিয়ার এক পর্যায়ে তৃণমূলের ভোট প্রয়োগের সিদ্ধান্ত হলে তিনজন মেয়র প্রার্থী এই ভোট প্রক্রিয়াকে গঠনতন্ত্র বিরোধী বলে প্রত্যাখ্যান করেন। তিনজন প্রত্যাখ্যান করায় দুই প্রার্থীর মধ্যে জাহাঙ্গীর তারেক ১০ ভোট পেয়ে প্রথম এবং ০৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। পরবর্তীতে পৌর আ.লীগ বর্ধিতসভা ডেকে রেজুলেশন করে সকলের মতামতের ভিত্তিতে প্রথম স্থানে রয়েছেন পৌর আ.লীগ সভাপতি অধ্যাপক আহম্মদ আলী মিয়া,দ্বিতীয় বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,তৃতীয় অধ্যাপক আব্দুল আলীম মিয়া,চতুর্থ জাহাঙ্গীর তারেক,পঞ্চম জাহাঙ্গীর তালুকদার। পক্ষে বিপক্ষে মতামত মতবিরোধ থাকায় আ.লীগ ও এর সহযোগি সংগঠনের নেতা-কর্মী,তৃণমূলের কর্মী সমর্থক হাইকমান্ডের সিদ্ধান্তের দিকে অধীর আগ্রহে চেয়ে আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌর নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ