Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমান উড়ার আগ মুহূর্তে পাখায় উঠে পড়লেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইন্সের একটি বিমান লাস ভেগাস বিমানবন্দর থেকে উড়ার প্রস্তুতির সময় এক ব্যক্তি বিমানটির পাখায় উঠে পড়েন। পুলিশ সেই ব্যক্তিকে আটক করেছে। ১৩৬৭ নম্বর ফ্লাইটের বোয়িং ৭৩৭’এস বিমানটি শনিবার লাস ভেগাস থেকে পোর্টল্যান্ডে যাওয়ার জন্য উড়ার প্রস্তুতি নিচ্ছিল। পাইলট হঠাৎ খেয়াল করেন এক ব্যক্তি রানওয়ে ধরে বিমানের দিকে এগিয়ে আসছেন। তিনি সঙ্গে সঙ্গেই কন্ট্রোল টাওয়ারে এ ঘটনা জানান। এক যাত্রীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি বিমানের পাখায় বসে আছেন আবার উঠে হাঁটাহাঁটি করছেন। এরপর তিনি তার জুতা ও মোজা খুলে ফেলে পাখার বাঁকানো অংশের (উইংলেট) ওপর উঠার চেষ্টা করেন। তখন পুলিশ এসে তাকে ধরতে গেলে তিনি উইংলেট থেকে নেমে মেঝেতে পড়ে যান। বিমানবন্দরের মুখপাত্র জো র‌্যাচেল জানান, পুলিশ তাকে আটক করে স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল সেবায় পাঠিয়েছে। এ ঘটনার পর বিমানটি পরীক্ষা করে দেখার জন্য ফেরত পাঠানো হয়। ফ্লাইটের সময় দুপুর ১২টা ৩০ মিনিট এ থাকলেও দেরির কারণে বিমানবন্দর ত্যাগ করতে বিমানটির বিকেল ৪টা ৪০ মিনিট বেজে যায়। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমান

১৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ