মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর সিরিয়ার অপারেশন ইউফ্রেটিস শিল্ড অঞ্চলে অবস্থিত আল-রাই (কোবান বে) হাসপাতালে উদাহরণ সৃষ্টি করেছে তুরস্কের একদল চিকিৎসক। মাত্র দুই দিনের ব্যবধানে ২১ শিশুসহ ৪০ জন রোগীর সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেছেন তারা। তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত এক প্রোগ্রামের আওতায় সিরিয়ায় প্রেরণ করা চিকিৎসক দলটি রোগীদের সেবা দিয়ে আসছেন। পাশাপাশি সিরিয়ান মেডিকেল কর্মীদেরও প্রশিক্ষণ দিচ্ছেন তারা। জানা যায়, তুর্কি চিকিৎসকরা মাত্র দুই দিনের ব্যবধানে এসব অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। তার মধ্যে আছে জেনারেল সার্জারি, ইউরোলজি, স্নায়ুবিজ্ঞান, স্ত্রীরোগ, অর্থোপেডিক্স এবং কসমেটিক অপারেশন। তাদের এই প্রচেষ্টার জন্য তুর্কি চিকিৎসকদের ধন্যবাদ জানান সিরিয়ার মেডিকেল কর্মীরা। দীর্ঘদিন ধরে উত্তর সিরিয়ার ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অপারেশন চালিয়ে আসছে তুর্কি সেনারা। সেখানে তাদের দ্বারা নির্মিত এই হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) জন্য মোট ১৮টি শয্যা রয়েছে। এ ছাড়া শিশুদের জন্য পাঁচটি, নবজাতকের জন্য ১৮টি, বার্ন ইউনিটে ছয়টি এবং অপারেশন কক্ষে রয়েছে আটটি বেড। ২০১৬ সালে তুরস্ক সন্ত্রাস প্রতিরোধে এবং সিরিয়ার স্থানীয় বাসিন্দাদের শান্তিপূর্ণ বন্দোবস্ত করার লক্ষ্যে উত্তর সিরিয়ার সীমানা জুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে। যার নাম দেয়া হয়েছে অপারেশন ইউফ্রেটিস শিল্ড। মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।