মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বন্দুকধারী নিহত
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের সেইন্ট জন দ্য ডিভাইন গির্জার সামনের সিঁড়িতে এক বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। পুলিশ ও একজন ফটোসাংবাদিকের ভাষ্য অনুযায়ী, রোববার গির্জাটির সামনে একটি সংগীতানুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে পিস্তল হাতে এক ব্যক্তি ‘আমাকে হত্যা কর!’ বলে চিৎকার করে গুলি ছোড়ে, তখন পুলিশের পাল্টা গুলিতে সে নিহত হয়। ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডের স্থানীয় সময় শেষ বিকালের এ ঘটনায় অন্য কেউ আঘাত পায়নি বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার ডার্মোট শেই। রয়টার্স।
উপকূলে ১৪ লাশ
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার পূর্ব উপকূলে ১৪ ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তারা ভেনেজুয়েলা থেকে সাগর পাড়ি দিয়ে ত্রিনিদাদ ও টোবাগো যাচ্ছিল, রোববার এক বিবৃতিতে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ জানিয়েছে ভেনেজুয়েলার অন্তত ৪০ হাজার নাগরিক ত্রিনিদাদ ও টোবাগোতে বসবাস করছেন। তাদের অধিকাংশ অর্থনৈতিক সংকট, বেকারত্ব ও সরকারি পরিষেবার ঘাটতির কারণে দেশ ছেড়ে পালিয়েছেন। রয়টার্স।
হারিরি-থানি বৈঠক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার বিরোধী বাহিনীর প্রধান নাসর আল হারিরি সঙ্গে রোববার বৈঠক করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি। ওই বৈঠকে উভয় নেতা সিরিয়ার চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। রাজধানী দোহায় অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক আগ্রহের বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন তারা। ২০১১ সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। সেই চক্র থেকে এখনও বের হতে পারেনি দেশটি। কাতার নিউজ এজেন্সি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।