রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আসন্ন কালকিনি পৌর নির্বাচনকে সামনে রেখে কর্মী সমর্থক নিয়ে স্বাস্থ্যবিধি মেনে বিশাল গণমিছিল ও গণজমায়েত করেছে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহেল রানা মিঠু। গত রোববার বিকেলে কালকিনি কাঁচা বাজার থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিজ বাড়িতে নির্বাচনি গণজমায়েত করা হয়। দলের জন্য নিবেদিত হয়ে কাজ করার ফসল হিসেবে এ বছরে নির্বাচনে আ.লীগের মনোনয়ন পাবেন বলে ব্যাপক আশাবাদী মুক্তিযোদ্ধার সন্তান এই নেতা। এ ব্যাপারে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সোহেল রানা মিঠু জানান, জনপ্রিয়তা, শিক্ষাগত যোগ্যতা, দলের জন্য বিগত দিনে কাজ করার ইতিহাস, নির্বাচনে অর্থনৈতিক যোগান, আ.লীগ এবং মুক্তিযোদ্ধার সন্তানসহ সব ধরনের যোগ্যতা আমার আছে। তাই দলের নিবেদিত কর্মী হিসেবে আমি এ বছরের নির্বাচনে মনোনয়ন পাবো বলে আশা রাখি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।