Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজস্থানের নির্বাচনে জোর ধাক্কা খেল বিজেপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২০, ৬:৫৩ পিএম

রাজস্থানে পঞ্চায়েত ভোটে সাফল্য পেলেও পৌড়সভা নির্বাচনে জোর ধাক্কা খেল কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি। রাজস্থানের পৌড়সভা নির্বাচনে আসনের নিরিখে তৃতীয় স্থানে চলে গিয়েছে। প্রথমে কংগ্রেস ও দ্বিতীয় স্থানে সতন্ত্ররা। এখনও অবশ্য বোর্ড গঠন বাকি।

১২টি জেলায় ৫০টি পৌড়সভা বোর্ডের ১৭৭৫টি আসনে নির্বাচন হয়েছিল রাজস্থানে। এখনও পর্যন্ত ১৭৭৪টি আসনের ফল ঘোষিত হয়েছে। কংগ্রেস পেয়েছে ৬২০টি, সতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৫৯৫টি ও বিজেপি পেয়েছে ৫৪৮টি আসন। তবে বোর্ড গঠন করতে দু’দলেরই ভরসা হবে সতন্ত্র প্রার্থীরা। তবে উল্লে্খ্য, কৌশলগত ভাবেই কংগ্রেস বেশকিছু আসনে নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিলেন। তাদের সেই কৌশল কাজেও এসেছে। জয় পেয়েছেন সেই সমস্ত প্রার্থীরা। রাজস্থানের পঞ্চায়েত ভোটে মুখ থুবড়ে পড়েছিল কংগ্রেস। শহরাঞ্চলে সেই হাওয়া ঘোরাতে সক্ষম হয়েছে অশোক গেহলট। বরাবরই শহরাঞ্চলে ভাল ফল করে বিজেপি। এবার তা হল না। তেলেঙ্গানা পৌড়সভা নির্বাচনের পর রাজস্থানের পৌড়সভা নির্বাচনে বিজেপির হার, নেতৃত্বকে ভাবাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এই ফলাফলকে অবশ্য হার হিসেবে দেখতে রাজি নয় বিজেপি। তাদের দাবি, সময় এখনও আছে। কে কটা বোর্ড গঠন করে দেখা যাবে। উল্লেখ্য. গত বছর ৩৪টি বোর্ড গড়েছিল বিজেপি। এবার তাদের দৌঁড় ৯টিতেই থামিয়ে দেয়া যাবে বলে আশা প্রকাশ করেছে কংগ্রেস নেতৃত্ব। এই তিন পক্ষ ছাড়াও ভোটের ফলে দেখা গিয়েছে, বিএসপি পেয়েছে সাতটি আসন, দুটি করে আসন জিতেছে সিপিআই ও সিপিএম, একটি আসন জিতেছে আরএলপি।

রাজ্যে ক্ষমতায় থাকা সত্ত্বেও রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির থেকে কম আসন পেয়েছিল কংগ্রেস। যা দলের পক্ষে বড়সড় ধাক্কা। কারণ, পঞ্চায়েত নির্বাচনের ফলাফল মূলত রাজ্যের শাসকদলের পক্ষে যাওয়ার প্রবণতাই বেশি দেখা যায়। আর তাছাড়া, এতদিন পর্যন্ত শহরাঞ্চলের থেকে গ্রামাঞ্চলেই বেশি সাফল্য পেয়ে আসছিল কংগ্রেস। পঞ্চায়েতে বিজেপির থেকে কম আসন পাওয়াটা তাই একই সঙ্গে মরুরাজ্যে গেহলট সরকারের নীতি এবং কংগ্রেসের সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। পৌড়সভা নির্বাচনের ফলাফলে গেহলট সরকারকে অক্সিজেন জোগাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্র: টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ