বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানিপুলে যাত্রীবাহী বাস হানিফ এন্টারপ্রাইজ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন।
রোববার দুপুরে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী হানিফ এনটারপ্রাইজের বাসের সাথে লোহাগাড়া অভিমুখী মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় বাইক চালক পূর্ব লোহাগাড়ার মৃত আবদুল বারেকের ছেলে সাইফুল ইসলাম (৪৫) তার শিশু সন্তান জাবেদুল ইসলাম (১০) ছিটকে পড়ে বাসের চাকার নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
বাইকে থাকা তার স্ত্রী ডলি আক্তার (৩৫) গুরুতর আহত হলে তাকে মুমূর্ষ অবস্থায় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায়, সাইফুল ইসলাম তার স্ত্রী ও ছেলেকে নিয়ে চট্টগ্রাম থেকে বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।