Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

হলুদ সতর্কতা
ইনকিলাব ডেস্ক : চীনের আবহাওয়া কর্তৃপক্ষ শনিবার দেশটির উত্তর ও পূর্বাঞ্চলীয় প্রদেশ সমূহে কুয়াশার কারণে আবারো হলুদ সতর্কতা জারি করেছে। জাতীয় আবহাওয়া কেন্দ্রের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ঘন কুয়াশার চাদরে ঢাকা এসব অঞ্চলের দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে এসেছে। কম দৃশ্যমানতার কারণে চালকদের নিরাপদ দূরত্ব ও নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাতে পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া বিমানবন্দর ও এক্সপ্রেসওয়েসহ অন্য সবখানেও সতকর্তামূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে। চীনে আবহাওয়া সতর্কতা চার রঙে হয়ে থাকে। সিনহুয়া।

ইনস্টাগ্রামে নিষিদ্ধ 

ইনকিলাব ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম থেকে নিষিদ্ধ করা হয়েছে একজন পর্নো তারকা কেন্দ্রা সান্দারল্যান্ডকে। তিনি মদ্যপ অবস্থায় কৌতুক করতে করতে দাবি করেন, তিনি নগ্নতা বিষয়ক কন্টেন্ট পোস্ট করতে পারেন ইনস্টাগ্রামে। কারণ, ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা এডাম মোসেরির সঙ্গে তিনি যৌন সম্পর্ক স্থাপন করেছেন। তবে এডাম মোসেরি এবং ইনস্টাগ্রামের কোনো নির্বাহীর সঙ্গে ওই পর্নো তারকার কোনোই যোগস‚ত্র নেই দাবি করে তার বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে ইনস্টাগ্রাম। অনলাইন ডেইলি মেইল।

 

১০ কোটি ডোজ
ইনকিলাব ডেস্ক : মডার্নার কাছ থেকে আরো ১০ কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা কিনবে যুক্তরাষ্ট্র। শুক্রবার মডার্নার পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র করোনার টিকা সরবরাহের জন্য প্রস্তুত হচ্ছে। টিকা সরবরাহের মাধ্যমে ক্রমবর্ধমান করোনা ভাইরাস মহামারি নিয়ন্ত্রণে আনা সহজ হবে বলে মনে করছেন কর্মকর্তারা। উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্র মডার্নার মোট ২০ কোটি ডোজের অর্ডার দিয়েছে। এর মধ্যে ডিসেম্বরের শেষ নাগাদ তারা ২ কোটি ডোজ সরবরাহ দিতে পারবে বলে মনে করছে। আল-জাজিরা।

 


কেউই জানায়নি
ইনকিলাব ডেস্ক : জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সীমান্তরক্ষীদের হামলায় ৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার রাতে হঠাৎ করে সীমান্তে ওই সংঘর্ষের বিষয়ে উভয় দেশের কেউই আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছুই জানায়নি। ভারতের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার হঠাৎ করেই পাক সেনারা মানকোট সেক্টরের পুঞ্চ জেলা সীমান্তে হামলা শুরু করে। পাকিস্তানি হামলায় অঞ্চলটিতে বেসামরিক বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানায় ওই সূত্র। এরপরই রাতভর পাল্টা জবাব দেয়া শুরু করে ভারতীয় বাহিনী। দ্যা ট্রিবিউন ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ