বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব,ঢাকা জামিয়া মাদানীয়া বারিধারার পরিচালক শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমীর রোগমুক্তির জন্য দেশবাসীর নিকট দুআ চেয়েছেন হেফাজত আমীর ও হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।
১০ ডিসেম্বর রাতে হেফাজত আমীরের ব্যক্তিগত সহকারী ইন'আমুল হাসান ফারুকী কর্তৃক সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি দেশবাসীর নিকট এ দোয়ার আবেদন জানান।
বিবৃতিতে হেফাজত আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন,আল্লামা নূর হোসাইন কাসেমী দেশের সর্বজন শ্রদ্ধেয় ও শীর্ষ আলেম।ইসলাম-মুসলমান,দেশ এবং জাতির পক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি সাহসী ভূমিকা পালন করে থাকেন।লোভ-লালসা, ব্যক্তি স্বার্থের উর্ধ্বে থেকে এই বৃদ্ধ বয়সেও তিনি ইসলামের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।
আল্লামা কাসেমীর অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন,দেশ ও জাতীর এই সংকটময় মুহূর্তে আল্লামা নূর হোসাইন কাসেমীর মতো ন্যায় নীতির উপর অটল-অবিচল,নিষ্ঠাবান আলেম আমাদের জন্য ছায়া স্বরূপ।
আমি দেশবাসীর নিকট তাঁর আশু রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া কামনা করছি।
উল্লেখ্য হেফাজত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন।বর্তমানে তিনি ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন।অবস্থার কিঞ্চিৎ অবনতি হওয়ায় আজ তাঁকে সাধারণ কেবিন থেকে প্রথমে HDU তে পরবর্তীতে ICU তে স্থানান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।