পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও ভাস্কর্যবিরোধী প্রচারণায় উসকানি দেওয়ার অভিযোগে খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করা হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গত বুধবার জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এই আবেদন করেন। এবি সিদ্দিকীর করা মানহানি মামলার আবেদন খারিজ করে দিয়েছে ঢাকার একটি আদালত। ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও হেফাজত ইসলামের আমির জুনাইদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ মামুনুল হক ও ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ ফয়জুল করিমকে আসামি করা হয়েছিল এ মামলার আর্জিতে। আদালত তাও খারিজ করে দিয়েছে।
এ আদালতের পেশকার সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, কিভাবে বাদী সংক্ষুব্ধ হলেন, তার কোনো ব্যাখ্যা মামলায় পাওয়া যায়নি। মামলা গ্রহণ করার মত কোনো উপাদান না থাকায় বিচারক মামলা খারিজের আদেশ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।