Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬৭ দেশ পাবে না পর্যাপ্ত ভ্যাকসিন

আগামী শীত পর্যন্ত পরতে হবে মাস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

বিশ্বের সমস্ত দেশে করোনা ভ্যাকসিনগুলির সুষ্ঠু বিতরণ নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক কোভাক্স প্রতিশ্রুতি সত্তেও, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ধনী দেশগুলোর কারণে বিশ্বের ৬৭টি দেশে পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ এখনও নিশ্চিত নয়। অক্সফাম, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফ্রন্টলাইন এইডস এবং গ্লোবাল জাস্টিস নাও সহ প্রচারণামূলক সংস্থার গ্রুপ পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স (পিভিএ) এই বৈষম্যগুলো তুলে ধরেছে। এদিকে, জনসাধারণকে আরও এক বছর মাস্ক ব্যবহার করতে হবে বলে জানিয়েছেন ব্রিটেনের প্রধান বিজ্ঞানী স্যার প্যাট্রিক ভাল্লেন্স।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ধনী দেশগুলো ২০২১ সাল পর্যন্ত তাদের মোট জনসংখ্যাকে অন্তত ৩ বার ভ্যাকসিন দেয়ার পর্যাপ্ত পরিমাণ ডোজ সুরক্ষিত করেছে। এক কানাডাই এ সময়ের মধ্যে প্রত্যেককে ৫ বার ভ্যাকসিন দেয়ার মতো ডোজ কিনছে। পিভিএ জানিয়েছে যে, এ পর্যন্ত মডার্নার সমস্ত ভ্যাকসিন এবং ফাইজার/বায়োএনটেকের ৯৬ শতাংশ ডোজ ধনী দেশগুলো কিনে নিয়েছে। তারা বলেছে যে, বিপরীতে অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকা তাদের ৬৪ শতাংশ ডোজ উন্নয়নশীল দেশগুলোতে সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে এই সরবরাহ সম্ভবত আগামী বছরে বিশ্বের জনসংখ্যার মাত্র ১৮ শতাংশের কাছে পৌঁছতে সক্ষম হবে। পিভিএ বিশ্বব্যাপী স্বাস্থ্য সংস্থার (ডবøুএইচও) মাধ্যমে প্রযুক্তিগত এবং জ্ঞানভিত্তিক সম্পদ ভাগ করে নেয়ার জন্য ওষুধ শিল্পের পাশাপাশি দেশগুলিকে জরুরি পদক্ষেপ নিতে আহŸান জানিয়েছে, যাতে বিশ্বব্যাপী সরবারাহের জন্য পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন ডোজ উৎপাদন নিশ্চিত করা যায়। তারা বলেছে যে, দরিদ্র দেশগুলিকে তাদের প্রয়োজনের ১০ শতাংশেরও এর বেশি লোকের জন্যও পর্যাপ্ত ভ্যাকসিন পেতে বেগ পেতে হবে।
পিভিএ’র ৬৭টি দেশের তালিকাতে রয়েছে, আফগানিস্তান, অ্যাঙ্গোলা, আলজেরিয়া, বেনিন, ভুটান, বুরুন্ডি, বুর্কিনা ফাসো, ক্যাবো ভার্দে, কম্বোডিয়া, ক্যামেরুন, মধ্য আফ্রিকা, শাদ, কমোরস, কঙ্গো (ব্রাজাভিল), কোত ড'ভোর, কঙ্গো, জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া, এ্যাসওয়াতিনি, গাম্বিয়া, গানা, গিনি, গিনি-বিসাউ, হেইতি, কেনিয়া, কিরিবাতি, দক্ষিণ কোরিয়া, কিরগিজ প্রজাতন্ত্র, লাও পিডিআর, লেসোথো, লাইবেরিয়া, মাদাগাস্কার, মালাউই, মালি, মাওরিতানিয়া, মাইক্রোনেশিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মোজাম্বিক, মিয়ানমার, নাইজার, নাইজেরিয়া, অধিকৃত ফিলিস্তিন অঞ্চল (পশ্চিম তীর এবং গাজা), পাকিস্তান, পাপুয়া নিউ গিনি, রুয়ান্ডা, সাও টোম এবং প্রিন্সিপি, সেনেগাল, সিয়েরা লিওনে, সলোমন দ্বীপপুঞ্জ, সোমালিয়া, দক্ষিণ সুদান, শ্রীলঙ্কা, সুদান, সিরিয়া, তাজিকিস্তান, তানজানিয়া, তিমোর লেস্তে, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, ইউক্রেন, ভানুয়াতু, ইয়েমেন, জাম্বিয়া এবং জিম্বাবুয়ে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচারের প্রধান স্টিভ ককবার্ন বলেছেন, ‘ভ্যাকসিন মজুদ করা সক্রিয়ভাবে কোভিড-১৯ থেকে সবখানে প্রত্যেককে বিশ^জনীন সুরক্ষার প্রচেষ্টাকে অবনমিত করে। ধনী দেশগুলির স্পষ্ট মানবাধিকারের বাধ্যবাধকতা রয়েছে যাতে অন্য কোথাও ভ্যাকসিনে সরবারহকে ক্ষতিগ্রস্থ করতে পারে এমন কর্মকাÐ থেকে বিরত থাকবে এবং প্রয়োজন দেশগুলিকে সহযোগিতা ও সহায়তা প্রদান করবে। বিশ্বের ভ্যাকসিন সরবরাহের বিশাল অংশ কিনে ধনী দেশগুলি তাদের মানবাধিকারের বাধ্যবাধকতা লঙ্ঘন করছে। পরিবর্তে, অন্যদের সাথে জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য এবং সরবরাহ বাড়াতে কাজ করার মাধ্যমে তারা বিশ্বব্যাপী কোভিড-১৯ সংকটটির অবসান ঘটাতে সহায়তা করতে পারে।’
এদিকে, ব্রিটেনের প্রধান বিজ্ঞানী স্যার প্যাট্রিক ভাল্লেন্স হুঁশিয়ারি দিয়েছেন যে, করোনাভাইরাস ভ্যাকসিন তৈরির পরেও জনসাধারণকে আরও এক বছরের জন্য মাস্ক পরতে হবে। তিনি এক দুর্দান্ত দিন হিসাবে ব্রিটেনের সর্বকালের বৃহত্তম টিকাদান কর্মসূচির শুরুর প্রশংসা করলেও সতর্ক করে দিয়ে বলেছেন যে, ২০২১ সালের বসন্ত অবধি জীবন স্বাভাবিকের দিকে ফিরে আসতে শুরু করবে না। তিনি বলেন, ‘আগামী শীতকালেও টিকা দেয়া সত্তে¡ও আমাদের মাস্ক ব্যবহারের মতো ব্যবস্থা অনুসরণ করতে হবে। আমরা এখনও জানি না যে সসমস্ত ভ্যাকসিনগুলি ভাইরাস সংক্রমণ রোধ করতে কতটা ভাল হতে চলেছে।’ সূত্র : হাফিংটন পোস্ট, ইভনিং স্ট্যান্ডার্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্যাকসিন

২৭ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ