Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আট লাখ ডলার পরিশোধ করলেন স্পেনের ‘পলাতক’ রাজা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২০, ৭:২৯ পিএম

স্পেনের সাবেক রাজা প্রথম হুয়ান কার্লোসের বিরুদ্ধে এক বছর আগে কর ফাঁকির অভিযোগ উঠেছিল। সে সময় তার আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরু হওয়ার পরেই তিনি সংযুক্ত আরব আমিরাতে চলে যান। এক বছর পরে সম্প্রতি ৮ লাখ ২১ হাজার ডলার পরিশোধ করেছেন হুয়ান কার্লোসে। বুধবার এই তথ্য জানিয়ে তার আইনি প্রতিষ্ঠান বলেছে, ‘সাবেক রাজা যে-কোনো সময় যে-কোনো ধরনের জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত।’

৮২ বছর বয়সি রাজা গত বছর থেকে স্পেনের বাইরে। স্পেন এবং সুইজারল্যান্ডে তার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে পাড়ি জমান তিনি। সত্তরের দশকে স্পেনে স্বৈরতন্ত্রের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জনপ্রিয় হয়ে ওঠেন রাজা প্রথম হুয়ান কার্লোস। পরে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় নিজের সন্তান চতুর্থ ফিলিপকে রাজমুকুট পরিয়ে সরে যেতে হয় তাকে। সংযুক্ত আরব আমিরাতের শাহজাদা শেখ মোহাম্মদ বিন সাঈদ আল নাহিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতার জন্য বেশ কয়েকবার সংবাদ শিরোনামে এসেছেন হুয়ান কার্লোস। গত বছর স্পেন ছাড়ার পর থেকে আবু ধাবিতে রয়েছেন তিনি।

এদিকে সাবেক রাজার আইনজীবী ৮ লাখ ২১ হাজার ডলার বকেয়া পরিশোধের খবর জানানোর পর স্পেনে রাজতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে নতুন করে। তবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ‘রাজতন্ত্র কোনো রকমের সংকটে নেই’ বলে আশ্বস্ত করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে হুয়ান কার্লোসের বিষয়ে তিনি বলেন, ‘স্বচ্ছতা বজায় রেখে তদন্ত শেষ করা হবে।’ সূত্র: ডিপিএ, এপি, এএফপি।

1 Attached Images


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজা

১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ