Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে ট্রাক্টর চাপায় মা নিহত ছেলে আহত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ৯:১৭ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাক্টরের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে মা নিহত ও ছেলে গুরুতর আহত হয়েছে। আহত আরমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রামজীবন ইউনিয়নের বালারছিড়া নামক স্থাানে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নিহত নারী রওশন আরা (৫০) উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছী শান্তিরাম গ্রামের মৃত মহসিন আলীর স্ত্রী। ঘটনাস্থলের প্রত্যক্ষ দর্শকরা জানান, সুন্দররগঞ্জ শহর থেকে ছেলের মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন নিহত ওই নারী। পথিমধ্যে পূর্ব রামজীবন গ্রামের বালারছিড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল থেকে পাকা রাস্তায় ছিটকে পড়ে ওই নারীর মাথা ফেটে গেলে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থাানীয়রা গুরুতর আহত নিহতের ছেলে আরমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ