বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (০৯ ডিসেম্বর) বিকাল পৌনে পাঁচটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বন্দর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম পরিচয় জানা গেছে। তিনি ভোমরা ইউনিয়নের নবাদকাটি গ্রামের বাবর আলীর ছেলে কবির হোসেন (৩৭)।
ভোমরা ইউপি সদস্য জালাল ও সাজ্জাত হোসেন জানান, কবির সহ দুইজন মোটরসাইকেলে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে নবাদকাটি স্কুলের সামনে একটি ট্রাক তাদেরকে সামনে থেকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তারা আরো জানান, কবিরের সাথে থাকা অপরজন পাথর ব্যবসায়ী। তার বাড়ি যশোরের নওয়াপাড়া এলাকায়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।