Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সড়ক দুর্ঘটনায় একই ইউনিয়নের চারজনের মৃত্যু

বাউফল উপজেলা (পটুয়াখালী )সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ৪:২৯ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে যে সড়ক দুঘর্টনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে তার চার জনের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে। নিহত চারজনের নাম- নওমালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোখলেচ আকনের ছেলে মো. রিয়াজ আকন (২৬), ৬নং ওয়ার্ডের বাসিন্দা ফোরকান মোল্লার ছেলে নজরুল মোল্লা (২৩), ৭নং ওয়ার্ডের বাসিন্দা খালেক হাওলাদারের ছেলে সোবাহান হাওলাদার (২৩) ৭নং ওয়ার্ডের বাসিন্দা চাঁন মিয়া মৃধার ছেলে বাবুল মৃধা (৩৪)। এরা প্রত্যেকেই ঢাকার ধোলাইখাল এলাকার মেশিনারী ট্রাঞ্চপোর্টের শ্রমিক হিসেব কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন জানান, নিহত প্রত্যেকেই দীর্ঘ দিন যাবত ঢাকার ধোলাইখাল এলাকায় এলাকার মেশিনারী ট্রাঞ্চপোর্টের শ্রমিক হিসেব কর্মরত ছিলেন। সোমবার রাতে ট্রাক যোগে একটি প্রেস মেশিন নিয়ে উত্তবঙ্গের বগুড়া যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা এলাকায় বিপরীতমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনা স্থলেই চারজনের মৃত্যু হয়। ঘন কুয়াশার কারনে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা স্বিকার করেছেন, নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাদা হাওলাদার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ