Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে ভাস্কর্য অবমাননার প্রতিবাদে সমাবেশ

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ৪:২৩ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার কালীগঞ্জে প্রতিবাদে সমাবেশ করেছে আওয়ামীলীগ। সেই সাথেই বর্তমান মেয়র, পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফকে পূনরায় স্থানীয়ভাবে আ’লীগের দলীয় প্রার্থী ঘোষনা করায় এক মটরসাইকেল শোডাউন বের করেছে। সোমবার বিকালে সরকারী ভ’ষনস্কুল মাঠে প্রতিবাদ সমাবেশ শেষে এক মেয়র প্রার্থী আশরাফের পক্ষে আ’লীগের কর্মী সমর্থকেরা প্রায় ৫ শতাধিক মটরসাইকেলের বহর নিয়ে শহরে শো-ডাউন বের করে।
কালীগঞ্জ পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দীনের সভাপতিত্বে বিকালে ভ’ষনস্কুল মাঠে ডাকা বিশাল প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাসুদুর রহমান মন্টু, বর্তমার পৌর মেয়র ও পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, ইউপি চেয়অরম্যান আলী হোসেন অপু ও কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিচুর রহমান মিঠু মালিতার পরিচালনায় সবাবেশে উপজেলা সকল ইউনিয়ন ও পৌর কমিটির সভাপতি সম্প্দাক, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ সকল অঙ্গ সহযোগী সংঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তাগন ভাস্কর্য অবমাননার জড়িতদের দ্রুত গ্রেফতার সহ শাস্তির দাবি জানান।
শেষে আগামী পৌরসভা নির্বাচনে আশরাফকে পূনরায় স্থানীয়ভাবে আ’লীগের দলীয় মেয়র প্রার্থী ঘোষনা করায় এক বিশাল মটরসাইকেলের বহর শহরের বিভিন্ন সড়কে ঘুরে শোডাউন দেয় ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ