Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্মঘটে বাণিজ্যিক ফিশিং ট্রলার

গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

সংশোধিত সামুদ্রিক মৎস্য আইন-২০২০ এর কয়েকটি ধারা বাতিল করে আইনটি সংশোধনের দাবিতে সাগরে মাছ শিকার বন্ধ রেখেছে বাণিজ্যিক ফিশিং ট্রলার মালিক, স্কিপার, মেরিন অফিসার ও নাবিকরা। এসব সংগঠনের পক্ষ থেকে সামুদ্রিক মৎস্য অধিদফতরের বিক্ষোভ, সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গভীর সাগরে মাছ ধরা বন্ধ থাকায় বাজারে ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। তবে মাছ ধরার বোটসমূহ সাগরে মৎস্য আহরণ অব্যাহত রেখেছে। গত শনিবার দিবাগত রাতে মাছ শিকার বন্ধ করে একযোগে উপক‚লে ফিরে ধর্মঘট শুরু করে বাণিজ্যিক ফিশিং ভ্যাসেলগুলো। এ আইনটি প্রণয়নের আগে মেরিন ফিশিং জাহাজ মালিক সমিতি, মেরিন ফিশিং জাহাজ অফিসার সংগঠন, মেরিন ফিশিং জাহাজ নাবিক সংগঠনের সঙ্গে আলোচনা, মতবিনিময় কিংবা মতামত না নেয়ারও অভিযোগ করেছেন তারা। 

তাদের দাবি, গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশিত আইনের বেশ কয়েকটি ধারা সামুদ্রিক মৎস্য ব্যবসা ও মৎস্য শিকার কার্যক্রমের সাথে সাংঘর্ষিক। এর আগে গত ২৯ নভেম্বর সংগঠনের পক্ষ থেকে আইনটির সাংঘর্ষিক ধারা বাতিল করার দাবি জানিয়ে পরিচালক (সামুদ্রিক) ও নৌ-বাণিজ্য অধিদফতরের প্রিন্সিপাল অফিসারকে পৃথক চিঠি দেয়া হয়। এ ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক তাজউদ্দিন তাজু বলেন, নতুন আইনটি বাস্তবায়ন হলে ফিশিং ভ্যাসেল মালিকসহ সংশ্লিষ্ট সকলেই ক্ষতির শিকার হবেন। যখন তখন জেল জরিমানার মুখোমুখি হবেন। আবার মালিকানা নিয়েও সমস্যার মুখোমুখি হবেন অনেকে। আইনটি করার আগে আমাদের সাথে কোন প্রকার পরামর্শও করা হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্মঘট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ