Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

বৈঠকে বসছে 

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস ভ্যাকসিন উদ্ভাবন উদ্যোগের প্রধান উপদেষ্টা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ট্রানজিশন টিমের সঙ্গে তিনি বৈঠকের পরিকল্পনা করছেন। রবিবার তিনি জানান, এই সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এতে চলতি মাসে প্রথম পর্বের ভ্যাকসিন প্রদান কর্মস‚চি নিয়ে আলোচনা হবে। মার্কিন সরকারের অপারেশ ওয়ার্প স্পিড উদ্যোগের প্রধান উপদেষ্টা মনসেফ স্নায়ুই জানান, তিনি এখনও বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেননি। রয়টার্স।


নিলামে ১৭০ হাতি
ইনকিলাব ডেস্ক : দেশে চলছে প্রচন্ড খরা। খাবারের অভাবে বন্য হাতির দল ঢুকে পড়ছে লোকালয়ে। এই পরিস্থিতিতে আফ্রিকান দেশ নামিবিয়া ঠিক করেছে, ১৭০টি বন্য হাতি নিলামে তুলবে। কারণ দেশে হাতির সংখ্যা দ্রুত বাড়ছে, যার ফলে বাড়ছে মানুষের সঙ্গে হাতির সংঘর্ষ। এ নিয়ে বিজ্ঞাপনও বের হয়েছে। সেখানে বলা হয়েছে, চোরাশিকার ও পরিবেশগত কারণে হাতিরা এখন বিপন্ন, তাই এভাবে তাদের বাঁচানোর চেষ্টা। নামিবিয়া বা বিদেশের যে ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের দেওয়া সব শর্ত প‚রণ করবে, তাদের কাছেই হাতি বিক্রি হবে। রয়টার্স।


প্রথম যৌথ মহড়া
ইনকিলাব ডেস্ক : স্থল ও সমুদ্রে প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া আয়োজনের পরিকল্পনা করছে জাপান, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। আগামী মে মাসে ওই মহড়া অনুষ্ঠিত হবে। জাপানি দৈনিক সাংকেই জানায়, একটি জনশ‚ন্য দ্বীপে এ মহড়া অনুষ্ঠিত হবে। মহড়ার প্রধান উদ্দেশ্য প্রাকৃতিক দুর্যোগকালে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো। তবে বহিঃশত্রুর আক্রমণ হলে কীভাবে প্রতিরক্ষা করা যায় সে ইস্যুতেও মহড়া চলবে। জাপান নিয়ন্ত্রিত দ্বীপগুলো এবং পূর্ব চীন সাগরে বেইজিংয়ের ক্রমবর্ধমান আগ্রাসী কর্মস‚চিতে মিত্র দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা অনুভব করছে টোকিও। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ