বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভাস্কর্যবিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মোহাম্মদ জোনায়েদ ওরফে জুনায়েদ বাবুনগরী ও সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করায় বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। দেশের স্বনামধন্য ও শীর্ষস্থানীয় এসব আলেমে দ্বীনের বিরুদ্ধে মামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। আবার কেউ কেউ বিরূপ মন্তব্যও করেছেন।
সোমবার (৭ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলাটির আবেদন করেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
ফেসবুকে এম কে মিজান লিখেছেন, ‘‘কিছুদিন আগে ভারতে ঘটে গেল ইসলাম বিদ্বেষী ঘটনা। সেই ভারত কৌশলে বাংলাদেশের ভিতরে বিপদজনক জঘন্য ন্যাক্কারজনক কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের দেশ ইসলামিক দেশ এদেশে মুসলমানের সংখ্যা ৯৫ পার্সেন্ট। যারা ...দের পক্ষ নিয়ে এই দেশে বিশৃঙ্খলা করবে তাদের চিহ্নিত করতে... হবে। এটা হযরত শাহাজালাল শাহাপরান অসংখ্য আল্লাহ আউলিয়ার দেশ। এটা স্বাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর মুসলিম বাংলাদেশ। অতএব ইসলামের বিরুদ্ধে কেউ দাঁড় করাবেন না। আমরা চাই স্বাধীন বাংলাদেশে সবাই মিলেমিশে একসাথে বসবাস করতে। আমরা শান্তির পক্ষে সবাইকে ডাকি।’’
সাদ বিন আল-আমিন লিখেছেন, ‘‘প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়না .. দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়না.. হুজুরদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা তো হবেই। কারন এরা তো হক কথা বলে!’’
হোসাইন আল ইমরান লিখেছেন, ‘‘ইসলামের পক্ষে কথা বলে যদি রাষ্ট্রদ্রোহ মামলা বা রাষ্ট্র বিরোধী হয় সেটা আমিও করব। বাংলাদেশের ৯২% মুসলিম করবে।’’
জিলান আহমেদ লিখেছেন, ‘‘যারা আল্লাহ ও আল্লাহর খাস বান্দা যাদের দ্বারা আল্লাহ ৩০ পারা কোরআন শিখি তাদের ভিতর ৩০ পারা কোরআন আছে। তাদের ছাত্রদের দোয়ায় ইনশাআল্লাহ কিছুই হবে না।’’
আবুল হাসেম মিলন লিখেছেন, ‘‘দেশটাকে অস্থিতিশীল করার জন্য যারা দায়ী হবে তাদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। আর দেশের শীর্ষ ওলামায়ে কেরামকে গ্রেফতার করলে দেশের মধ্যে যে বিরাজমান পরিস্থিতি সৃষ্টি হবে তার দায়ভার নেবে কে।’’
মোঃ বাইজিদ খান লিখেছেন, ‘‘আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী, শায়খে চরমোনায় মুফতি ফয়জুল করিম ও মাওলান মামুনুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই এবং মামলা প্রত্যাহারের দাবি জানাই।’’
ফয়জুল হক ফয়সাল লিখেছেন, ‘‘যুগে যুগে অনেক আলেমই কারাবন্দী হয়েছেন। এটা মুসলমানদের জন্য কোন অস্বাভাবিক বিষয় না। আল্লাহ তার পথের দ্বায়ীদের উত্তম প্রতিদান দান করবে ইনশাআল্লাহ।’’
হারুন রশিদ লিখেছেন, ‘‘সোনার বাংলাদেশে এটা নতুন কিছু নয়। যারা ইসলামের পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে মামলা জেলজুলুম ফাঁসি এটা নতুন কিছু নয় ‘’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।