Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাইবার হামলায় আক্রান্ত হলো সংযুক্ত আরব আমিরাত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:৩৯ পিএম

এবার সাইবার হামলায় আক্রান্ত হলো সংযুক্ত আরব আমিরাত।ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরই সাইবার হামলার শিকার হলো আমিরাত। ইসরায়েলের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে ফিলিস্তিনি সহ কয়েকটি মুসলিম রাষ্ট্র ও সমাজের মধ্যে। কয়েক দশকের আরব নীতি ভেঙে সংযুক্ত আরব আমিরাত গত আগস্ট মাসে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়। এতে ফিলিস্তিনি জনগণ এবং বিশ্বের বহু মুসলিম দেশ ক্ষুব্ধ হয়ে ওঠে। -রয়টার্স

সংযুক্ত আরব আমিরাতের পর বাহরাইন এবং সুদানও ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ অনুসরণ করে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, রোববার (৬ ডিসেম্বর) মোহাম্মদ হামাদ আল-কুয়েতি দুবাইয়ের এক বিবৃতিতে বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার পর সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে কিছু লোকজন সাইবার হামলা চালিয়েছে। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক সেক্টর লক্ষ্য করেই মূলত এসব হামলা চলে তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানান নি। এমনকি হামলাকারীরা সফল হয়েছে কিনা সে ব্যাপারেও তিনি পরিষ্কার করে কিছু বলেন নি। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সাইবার হামলা মারাত্মকভাবে বেড়েছে। তিনি দাবি করেন, সাধারণত বহু হামলা ইরান থেকে হয়ে থাকে। তবে এই হামলার পেছনে কারা ছিল সুনির্দিষ্ট করে সে কথা তিনি বলেন নি।



 

Show all comments
  • Sadman ৭ ডিসেম্বর, ২০২০, ২:২৯ পিএম says : 0
    আমিরাতের মুনাফেকির খোসারত অবশ‍্যই ভোগ করবে, ওদের কর্মকান্ড বিশেষ করে ইহুদীদের সাথে বন্ধুত্ব কোনভাবেই গ্রহনযোগ‍্য নয়। নিন্দা করি MBZকে।
    Total Reply(0) Reply
  • zakir ৭ ডিসেম্বর, ২০২০, ৬:২৯ পিএম says : 0
    no good isril
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরব আমিরাত

২৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ