Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘুরে দাঁড়িয়ে জয়ে ফিরল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম


এক দলের নজর টানা দশম শিরোপায়, আরেক দলের লড়াই টিকে থাকার। শক্তিতে পার্থক্য আকাশ-পাতাল। তবে ডার্বি বলে কথা, যেখানে প্রায়ই এ সবের কোনো অর্থ থাকে না। আরও একবার এর প্রমাণ দেখালো তুরিনো। অবনমন অঞ্চলে থাকা দলটি যেন নিজেদের ছাড়িয়ে গেল, সিকি শতাব্দী পর নগর প্রতিদ্ব›িদ্বদের মাঠে জেতার আশা জাগাল। কিন্তু শেষ রক্ষা করতে পারল না, শেষের দিকে দুই গোলে ঘুরে দাঁড়িয়ে জয়ে ফিরল জুভেন্টাস।

গতপরশু রাতে সিরি ‘আ’র ম্যাচটি ২-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। নবম মিনিটে এগিয়ে গিয়েছিল তুরিনো। আশা জাগিয়েছিল ২৫ বছরের মধ্যে জুভেন্টাসের মাঠে প্রথম জয়ের। তবে ওয়েস্ট ম্যাককেনি ও লিওনার্দো বোনুচ্চির চমৎকার দুই গোলে জয়ের হাসিতে মাঠ ছাড়ে লিগে উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

আগের ম্যাচে বেনেভেন্তোর মাঠে ড্র করা জুভেন্টাস তুরিন ডার্বিতে জিতে আপাতত দুই নম্বরে উঠে এসেছে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২০। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে তোরিনো। সেই ১৯৯৫ সালে শেষ জুভেন্টাসের মাঠে জিতেছিল দলটি। ১০ ম্যাচে পঞ্চম জয় পেল জুভেন্টাস, বাকি পাঁচ ম্যাচ ড্র। তুরিনোর এটি ষষ্ঠ হার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জুভেন্টাস


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ