Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ফিলিস্তিনি কিশোর হত্যায় স্বচ্ছ তদন্ত চায় ইইউ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

ইসরাইলি সেনার গুলিতে ১৩ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর নিহতের ঘটনায় স্বচ্ছ তদন্তের আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। স¤প্রতি অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীদের সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়লে কিশোর আলী আবু আলিয়ার পাকস্থলিতে গুলি করার অভিযোগ ওঠে। উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানেই মারা যায় সে। স্থানীয় সময় শনিবার এ ঘটনা নিয়ে তেল আবিবকে নিরপেক্ষ তদন্তের আহবান জানায় ইইউ। বিবৃতিতে বলা হয়, ‘এক ফিলিস্তিন কিশোর নিহতের ঘটনা জোরালোভাবে পূর্ণ তদন্ত করতে হবে ইসরাইলি সরকারকে। সেই সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।’ নির্মমভাবে আলী আবুকে হত্যা ইসরাইলি দখলদারিত্ব এবং নতুন আগ্রাসনের অংশ বলে উল্লেখ করেছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী। আলী আবু উত্তরপূর্ব রামাল্লাহর আল-মুঘায়ের গ্রামে নিহত হয়। আন্তর্জাতিক গণমাধ্যগুলি বলছে, সে ফিলিস্তিনে ইসরাইলের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে মিছিলে অংশ নেয়। একপর্যায়ে মিছিলে বাধা দেয় ইসরাইলি সেনারা। এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ হারায় ওই ফিলিস্তিনি কিশোর। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ