Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বউ ফেরত চেয়ে শ্বশুরবাড়ির সামনে অনশন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

এবার বউ ফেরত পেতে শ্বশুরবাড়ির সামনে অনশনে বসেছেন এক যুবক। ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার অশোকনগরে। শনিবার অশোকনগরের কল্যাণগড় পুরসভার ২ নম্বর ওয়ার্ডের দেবীনগরে শ্বশুরবাড়ির সামনে অবস্থান নেন ওই যুবক। প্রেমিক-স্বামী সৌমেন দত্ত নামের ওই যুবকের দাবি, তার বউকে ফেরত দিতে হবে, তা না হলে তিনি অবস্থান চালিয়ে যাবেন। তার অবস্থানের খবর পেয়ে ঘটনাস্থলে যায় অশোকনগর থানা-পুলিশ। পুলিশের আশ্বাসে তিনি অবস্থান থেকে বিরতও হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অশোকনগরের মানিকতলার সৌমেনের সঙ্গে দেবীনগরের গার্গী দাসের সাত বছরের সম্পর্ক। সম্পর্ক ক্রমশ পরিণতি পায় প্রায় সাড়ে তিন বছর আগে এবং তখনই তাদের রেজিস্ট্রি বিয়েও হয়। আইনি বিয়ে করলেও উভয়েই উভয়ের বাড়িতেই থাকতেন। গার্গী পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। সৌমেন অবশ্য উচ্চ মাধ্যমিকের পরে আর পড়েননি। সৌমেনের দাবি, গার্গীর পড়ালেখাসহ অন্যান্য খরচও নিয়মিত দিয়েছেন তিনি। কিন্তু গত কয়েক মাসে এই মসৃণ সম্পর্কে বাধা আসে। জানা যায়, গার্গীর বাড়ির লোকজন তাকে সৌমেনের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন। আর তারপর থেকেই সৌমেন গার্গীর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করে উঠতে পারছেন না। তার দাবি, ফোনেও তার সঙ্গে গার্গীকে কথা বলতে দেওয়া হচ্ছে না। তাকে গার্গীর মা ও ভাই টেলিফোনে হুমকিও দিচ্ছেন বলে তার অভিযোগ। তারা গার্গীর সঙ্গে তার বছর সাতেকের সম্পর্ক এবং রেজিস্ট্রি বিয়ে সব কিছুই অস্বীকার করছেন। এরই প্রতিবাদে প্রেমিকা তথা স্ত্রীর বাড়ির সামনে অবস্থান করছেন প্রেমিক-স্বামী সৌমেন। জিনিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনশন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ