Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় শহিদ বুদ্ধিজীবীগণের নামের তালিকা প্রকাশ

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২০, ১:১৯ পিএম

নওগাঁর স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ মহান মুক্তিযুদ্ধে নওগাঁর শহিদ ২৪জন বুদ্ধিজীবীদের নামের তালিকা প্রকাশ করেছে। রবিবার নওগাঁ প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নামের তালিকা প্রকাশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন একুশে পরিষদের সভাপতি অ্যাড. ডি. এম. আব্দুল বারী, সহ-সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, প্রতাপ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক এম এম রাসেল, সহ-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রউফ পাভেল, উপদেষ্টা সাংবাদিক কায়েস উদ্দীন, প্রফেসর শরিফুল ইসলাম খান, ডা. ময়নুল হক দুলদুল প্রমুখ।
আয়োজকরা জানান, একুশে পরিষদ দীর্ঘদিন থেকে শহিদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরির দাবি জানিয়ে আসছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে দীর্ঘ দশ বছর যাবৎ মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করে আসছে। ইতোমধ্যে দু’টি গ্রন্থও প্রকাশ করেছে। যা গণহত্যা ১৯৭১ : নওগাঁ এবং রক্ত ঋণ ১৯৭১ : নওগাঁ। একুশে পরিষদের গবেষণায় নওগাঁয় এ পর্যন্ত ২৪জন শহিদ বুদ্ধিজীবীর তথ্য পাওয়া গেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনের। একুশে পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধের গবেষক মোস্তফা-আল-মেহমুদ এবিষয়ে বিস্তর গবেষণা করে আসছেন। তার গবেষণার ওপর ভিক্তি করে এ তথ্যগুলো উপস্থাপন করা হয়। শহিদ অহীভূষণ সাহা (শিক্ষক), শহিদ পন্ডিত মানিক কিশোর নান্যাসী (সঙ্গীতজ্ঞ), শহিদ লে. আনোয়ারুল আজিম (ভাষাসংগ্রামী), শহিদ মখলেছার রহমান চৌধুরী (শিক্ষক), শহিদ নাজমুল হক (সুপার কর্মকর্তা), শহিদ মোহাম্মদ হানিফ (ব্যাংক কর্মকর্তা), শহিদ সামসুদ্দিন সরদার (পুলিশ কর্মকর্তা), শহিদ সুরত আলী মন্ডল ( ১৯৫৪-র এম এল এ), শহিদ সিরাজুল ইসলাম (সরকারি কর্মকর্তা), শহিদ মোয়াজ্জেম হোসেন (সরকারি কর্মকর্তা), শহিদ কাজী আব্দুল জব্বার (শিক্ষক), শহিদ আব্দুল হামিদ চৌধুরী (চাকুরিজীবী), শহিদ রাধা গোবিন্দ সরকার (শিক্ষক), শহিদ আকতারুজ্জামান (জনপ্রতিনিধি), শহিদ মন্ম নাথ রায় (শিক্ষক), শহিদ খাজা আব্দুস ছাত্তার (শ্রমিক নেতা), শহিদ মমতাজ উদ্দিন খা (ব্যাংক কর্মকর্তা), শহিদ আবুল কাশেম (সরকারি চাকুরিজীবী), শহিদ আবু ফারুক চৌধুরী (আইনজীবী), শহিদ আব্দুল জব্বার (আইনজীবী), শহিদ বাসির আলী (নাট্যশিল্পী), শহিদ আমজাদ হোসেন (রাজনীতিক), শহিদ এস এম ফজলুল হক (কলেজ শিক্ষক), শহিদ জিতেন্দ্র নাথ সরকার (শিক্ষক)। এছাড়াও সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা জ্ঞানের বাতিঘর হিসেবে পরিচিত নওগাঁর এই ২৪জন শহিদ বুদ্ধিজীবীদের নাম জাতীয় বুদ্ধিজীবীদের তালিকায় অর্ন্তভ’ক্ত করার দাবী জানান। এছাড়াও অসম্পন্ন এই তালিকার বাহিরে যদি আরো অজানা বুদ্ধিজীবী থেকে থাকেন তাদের বিষয়ে উপযুক্ত তথ্যাদি একুশে পরিষদের সঙ্গে যোগাযোগ করে এই তালিকায় অর্ন্তভুক্ত করার সহযোগিতা কামনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ সম্মেলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ