Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহর পৌরসভার ভোটে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২০, ১১:৫৬ এএম

পাবনার চাটমোহর পৌরসভার ভোটে মেয়র, সাধারণ কাউন্সিলন ও মহিলা কাউন্সিররা চষে বেড়াচ্ছেন গোটা পৌর সভায়। মনোনয়নপত্র বাছাই হওয়ার পর পাবনার চাটমোহর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা পুরোদমে গণসংযোগ শুরু করেছেন। গত শুক্রবার স্ব স্ব এলাকার মসজিদে প্রার্থীরা দোয়া চেয়ে গণসংযোগ শুরু করেন। সাবেক পৌর মেয়র প্রফেসর আঃ মান্নান নামাজ শেষে স্থানীয় বালুচর জামে মসজিদের গেটে মুসুল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। একই মসজিদে নামাজ আদায় করেন বিএনপি প্রার্থী আসাদুজ্জামান আরশেদ। বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম দুলাল তাঁর নিজ মহল্লা মধ্য শালিখা জামে মসজিদে নামাজ আদায় করেন এবং মুসুল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো,আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম দুলাল,বিএনপি মনোনীত পৌর বিএনপির আহবায়ক আসাদুজ্জামান আরশেদ,বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র প্রফেসর আঃ মান্নান ও স্বতন্ত্র প্রার্থী এজিপি এ্যাড.সাইদুল ইসলাম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের সাথে কথা বলে জানা গেছে তারা কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। আওয়ামী লীগ প্রার্থী সাখাওয়াত হোসেন সাখো দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ঢাকার সিএমএইচএ চিকিৎসাধীন ছিলেন। নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী ছাড়াও সংরক্ষিত নারী আসনে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা পৌরসভার প্রতিটি মহল্লায় গণসংযোগ শুরু করেছেন। বসে নেই তার কর্মী-সমর্থকরাও। দিনরাত চষে বেড়াচ্ছেন পৌরসভার প্রতিটি এলাকা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আগামী ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর প্রচারণা আরো বেগবান হবে বলে ভোটারদের ধারনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌর নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ