Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যশোর সীমান্ত থেকে ৭ কেজি ওজনের ৬০ টি স্বর্ণের বার উদ্ধার

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২০, ৩:০০ পিএম | আপডেট : ৩:১১ পিএম, ৫ ডিসেম্বর, ২০২০


যশোর সীমান্ত হতে ০৭ কেজি ওজনের ৬০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহল দল। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এছাড়াও, করোনাকালীন সময়ে চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকান্ড রহিত করনের লক্ষে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যার ফলশ্রুতিতে গত ০৪ ডিসেম্বর ২০২০ তারিখ ২৩০০ ঘটিকায় বেনাপোল বিওপিতে কর্মরত নায়েক সিগন্যাল মোঃ নুর আলম এর নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সীমান্ত মেইন পিলার ৩৯ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ পূর্ব কোনে শাহজাদপুর মাঠ হতে মালিকবিহীন অবস্থায় ০৭ কেজি ওজনের ৬০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪,৮৯,৩০,০০০/- (চার কোটি ঊননব্বই লক্ষ ত্রিশ হাজার) টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।



 

Show all comments
  • Anwar Ashraf ৫ ডিসেম্বর, ২০২০, ৩:৩২ পিএম says : 0
    শাহজাদপুর মাঠ হতে মালিকবিহীন অবস্থায় ০৭ কেজি ওজনের ৬০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বর্ণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ