Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিএমপি কর্মকর্তাদের প্রচারণা

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বরিশাল মহানগর পুলিশের তরফ থেকে গতকাল শুক্রবার নগরীর প্রায় এক হাজার মসজিদে সচেতনতামূলক বক্তব্য রাখেন পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। বরিশাল মহানগর পুলিশের আওতাভুক্ত এলাকার প্রায় এক হাজার মসজিদে জুমার নামাজের আগে কর্মকর্তাগণ সকলকে মাস্ক পড়াসহ এ মহামারী থেকে রক্ষায় সব ধরণের সাবধানতা অবলম্বনের তাগিদ দেন।

পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার) নগরীর কেন্দ্রীয় গোরস্থান মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং নামাজের আগে মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি কোনো অবস্থাতেই মাস্ক ছাড়া ঘরের বাইরে না আসাসহ যেকোনো ধরণের জনসমাগম এড়িয়ে চলারও আহবান জানান। পুলিশ কমিশনার অপ্রয়োজনে বাইরে না আসারও অনুরোধ করেন।
জুমার নামাজের আগে মহানগরীর প্রায় এক হাজার মসজিদে বিএমপির পুলিশ মোতায়েন ছিল। মুসুল্লীদের মাস্ক পরারও তাগিদ দেন পুলিশ কর্মীগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএমপি

৮ জানুয়ারি, ২০২১
২৬ অক্টোবর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ