Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বরিশাল মহানগরীর আাইন-শৃংখলা উন্নয়নে সব পদক্ষেপ নেয়া হবে -বিএমপি কমিশনার

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৯, ৭:৪৯ পিএম

বরিশাল মহানগর পুলিশ কমিশনার মোঃ শাহাউদ্দিন খান, বিপিএম-বার আইন-শৃংখলা রক্ষায় পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন। মাদক, জঙ্গিবাদ ও নারী নিযর্যতনের মত গুরুতর অপরাধ সহ যেকোন অপরাধের ব্যপারে মহানগর পুলিশ জিরো টলারেন্স নিয়ে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে নগরীর বিএমপি অস্থায়ী কার্যালয়ে নবাগত পুলিশ কমিশনার মতবিনিময় সভায় এ মহানগরীর আইন-শৃংখলা রক্ষায় সাংবাদিকদের সার্বিক সহযোগীতা যথেষ্ঠ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এসময় বিএমপি’র অতিরিক্ত কমিশনার এবং উপ-কমিশনারবৃন্দ সহ মহানগর পুলিশের বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বরিশাল প্রেস ক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যম কর্মীবৃন্দ নবাগত পুলিশ কমিশনারকে স্বাগত জানিয়ে নগরীর আইনÑশৃংখলা উন্নয়নে বিভিন্ন অন্তরায়ের কথা তুলে ধরেন।
পুলিশ কমিশনার এম সাহাবুদ্দিন এসব বিষয় ধৈর্যের সাথে শুনে যত দ্রুত সম্ভব আইন-শৃংখলা উন্নয়নে সব ধরনের পদক্ষেপের কথা জানান। তিনি নগরীর যানযট নিয়ন্ত্রন সহ সামাজিক শৃংখলা প্রতিষ্ঠায় পুলিশের দায়বদ্ধতার কথাও জানান। এসবব বিষয়েও সব ধরনের পদক্ষেপ গ্রহনের কথা জানান বিএমপি কমিশনার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ