Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতখান পৌর নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড়

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ১:১০ পিএম

ভোলার দৌলতখান পৌরসভা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। এ মাসেই বর্তমান পৌর পরিষদের মেয়াদ শেষ হবে। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন তৃতীয় ধাপে দৌলতখান পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তফসিল ঘোষণার আগেই প্রচারণায় নেমেছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এমনকি পাড়া-মহল্লায়ও শুভেচ্ছা জানিয়ে রং বেরঙের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন সাঁটানো হয়েছে। দলীয় মনোনয়ন পেতে দলের শীর্ষ পর্যায়ে জোড় লবিং চালাচ্ছেন বেশ কয়েকজন সম্ভাব্য মেয়র প্রার্থীরা । স্থানীয় আ’লীগের কয়েকজন নেতা জানান, পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন দৌঁঁড়ে এগিয়ে রয়েছেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু। সাবেক যুবলীগের এই নেতা শুভাকাঙখীদের কাছ থেকে পেয়েছেন ‘যুবরতœ’ উপাধিও। তিনি নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রতিটি ওয়ার্ডে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় দোয়া চেয়ে ব্যস্ত সময় পার করছেন। জানতে চাইলে হামিদুর রহমান টিপু বলেন, ‘দলের দুর্দিনে নেতা-কর্মীদের পাশে ছিলাম। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সাবেক সফল বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ’র সুযোগ্য উত্তরসূরি ভোলা-২ আসনের এমপি আলহাজ¦ আলী আজম মুকুল’র নির্দেশে দলীয় কর্মকান্ড বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দলীয় মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হলে; মেয়র নয়, সেবক হয়ে পৌরবাসীর খেদমত করে যাবো।’ আওয়ামীলীগ থেকে মনোয়ন প্রাত্যাশী অন্যরা হলেন, বর্তমান মেয়র জাকির হোসেন তালুকদার, জেলা যুবলীগের সহ-সভাপতি খায়রুল হাসান খোকন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দৌলতখান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আলমগীর হোসেন। অন্যদিকে বিএনপি থেকে দলীয় মনোয়ন প্রত্যাশী পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন কাকন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌর নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ