Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নিজপানুয়া দরবার শরীফের পীর সাহেব সৈয়দ গোলাম জিলানীর দাফন সম্পন্ন

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ৮:৪৯ এএম

ছাগলনাইয়ার নিজপানুয়া দরবার শরীফের পীর সাহেব, ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ গোলাম জিলানী (৯০) গত মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য ভক্ত, ছাত্র-ছাত্রী আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১১টায় ঢাকার মোশরীখোলা দরবার শরীফে প্রথম, বিকাল সাড়ে ৪টায় ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় গতকাল বুধবার সকাল ১০টায় নিজপানুয়া দরবার শরীফে তৃতীয় জানাযা শেষে মরহুমের লাশ দরবার শরীফ প্রাঙ্গনে দাফন করা হয়। জানাযা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার, সাবেক অতিরিক্ত সচিব আলহাজ্ব আবদুর রউপ, সাবেক পৌর মেয়র মো: আলমগীর বিএ, ডা: ফজলুল হক, সাবেক প্রধান শিক্ষক আবদুস সালাম মজুমদার, বর্তমান প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন ও কবির আহাম্মদ সিদ্দিকী প্রমুখ। জানাযায় ইমামতি করেন ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ ভূঁঞা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাফন সম্পন্ন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ