Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫ মাস পর মুক্তি পেলেন ফিলিস্তিনি শিক্ষার্থী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

গ্রেফতারের ১৫ মাস পর ফিলিস্তিনি শিক্ষার্থী মায়েস আবু ঘোসাকে (২২) মুক্তি দিয়েছে ইসরাইলি বাহিনী। বিরজেইত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এই শিক্ষার্থীকে ২০১৯ সালের আগস্টে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ইসরাইলের সামরিক আদেশে নিষিদ্ধ করা ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ স্টুডেন্ট পোলের সদস্য হওয়া এবং ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে শিক্ষার্থীদের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ গঠন করা হয়। এছাড়া আরও বেশ কয়েকটি অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ফিলিস্তিনিদের নিজ ভ‚মিতে ফেরার অধিকার নিয়ে এক সম্মেলনে যোগ দেওয়ার পর শিক্ষার্থী মায়েস আবু ঘোসার বিরুদ্ধে শত্রæর সঙ্গে যোগাযোগের অভিযোগ আনা হয়। এছাড়া তার বিরুদ্ধে হিজবুল্লাহ সমর্থক একটি বার্তা সংস্থায় কাজ করার অভিযোগও আনা হয়। গ্রেফতারের ১৫ মাস পর প্রায় ছয়শ’ মার্কিন ডলার জরিমানা করে মুক্তি দেওয়া হয়। ইসরাইলের দামুন কারাগার থেকে মুক্তির পর তাকে জালামেহ চেকপয়েন্টে নিয়ে যায় ইসরাইলি কর্তৃপক্ষ। দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছের এই চেকপয়েন্টেই পরিবার ও বন্ধুরা স্বাগত জানায় এই ফিলিস্তিনি শিক্ষার্থীকে। আল-জাজিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ