মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বুধবার সকলকে সতর্ক করে বলেছেন, মানুষ প্রকৃতির সঙ্গে আত্মঘাতী যুদ্ধে লিপ্ত হয়েছে। তিনি বলেন, আমাদের গ্রহ ভেঙে পড়ছে। বিবিসির জলবায়ু বিষয়ক এক বিশেষ অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব এ সতর্কবানী উচ্চারণ করেন। -বিবিসি
তিনি বলেন, প্রকৃতি সবসময় পাল্টা আঘাত করে। আর এখন সে তার শক্তি বৃদ্ধি করে এটা করছে। গুতেরেস জানান, জাতিসংঘের বৈশ্বিক কার্যক্রমের একেবারেই কেন্দ্রে রয়েছে জলবায়ু পরিবর্তন। আগামী বছর, তার লক্ষই হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি কার্যকর বৈশ্বিক জোট গঠন করা। তার মতে. ২০৩০ সালে ২০১০ সালের তুলনায় ৪৫ শতাংশ কার্বন নিস:রণ কমাতে হবে। ‘নেট জিরো’ যা করা প্রয়োজন সবই তিনি করবেন বলেও জানান। নেট জিরো বলতে বোঝায়, গ্রিন হাউজ গ্যাসের নিস:রণ যতটা সম্ভব কমিয়ে আনা। গুতারেস মনে করেন, এই ব্যাপারে সকল দেশ, শহর ও কোম্পানিকে উদ্যোগ নিতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।