প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সংগীতশিল্পী আসিফ আকবর আর মিউজিক ভিডিওতে পারফরম করবেন না। স¤প্রতি তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। গত সপ্তাহে তার পারফরম করা একটি মিউজিক ভিডিওর খবর ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে এমন ঘোষণা দিয়েছেন। এখন থেকে আর গল্পভিত্তিক মিউজিক ভিডিওতে কাজ না করার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আসিফ বলেন, মিউজিক ভিডিও পর্ব শেষ করলাম। হয়তো আর কখনো দেখা যাবে না আমায় নায়কের ভ‚মিকায়। গল্পভিত্তিক মিউজিক ভিডিওর গল্প আপাতত শেষ। এ বছরের প্রথম এবং শেষ কাজ হয়ে গেল সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায়। বেকার হওয়ার ঝুঁকি মাথায় রেখে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আমার সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে কেউ কেউ। তিনি বলেন, চলতি বছরের প্রথম থেকেই মিউজিক ভিডিওর কাজ কমিয়ে দিয়েছিলাম। এবার না করার সিদ্ধান্ত নিলাম। তবে গান করে যাবো। নতুন গান প্রসঙ্গে আসিফ বলেন, বেশ কিছু গান ও ভিডিও প্রকাশের অপেক্ষায় আছে। এগুলো বেশ আগের করা। তবে গত কয়েক মাস ধরে কথা ও সুরের প্রতি একটু বেশি মনোযোগী হয়েছি। যে গান আমাকে বাঁচিয়ে রাখতে পারবে তেমন গানই করছি। যেমন ওপার বাংলার বিখ্যাত শিল্পী, গীতিকার ও সুরকার কবীর সুমনের কথা-সুরে বেশ কিছু গান করেছি। বাণিজ্যিক গান তো করেছি অনেক। এখনও করছি। পাশাপাশি নিজের পছন্দের জায়গা থকে গান করছি, যে গান টিকে থাকতে পারে দীর্ঘদিন। বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা বিষয়ে আসিফ বলেন, করোনার কারণে স্বাভাবিক অবস্থা নেই। স্টেজ শো বন্ধ। অনেক শিল্পী-মিউজিশিয়ান টিকতে না পেরে গ্রামে চলে গেছেন। যারা স্টেজ নির্ভর তারা সব থেকে বিপাকে পরেছেন। করোনা পরিস্থিতির উন্নতি না হলে অবস্থা পরিবর্তনের সম্ভাবনা নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।