প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলচ্চিত্র নির্মাতা জো রুসো জানিয়েছেন ক্রিস হেমসওয়ার্থ অভিনীত ‘এক্সট্রাকশন’-এর সিকুয়েলের কাজ আগামী বছর শুরু হবে রুসো অ্যাকশন থ্রিলার ‘এক্সট্রাকশন’-এর সহ-কাহিনীকার ও সহপ্রযোজক। গত এপ্রিলে ফিল্মটি নেটফ্লিক্সে মুক্তি পেয়ে দর্শক ও বোদ্ধাদের ব্যাপক প্রশংসা অর্জন করে। ‘এক্সট্রাকশন’-এর পটভূমি ছিল প্রধানত ঢাকা, তবে বেশিরভাগ শুটিং হয়েছে ভারত আর থাইল্যান্ডে। অভিনেয় করেছেন গুলশিফতা ফারাহানি, রণদিপ হুদা, পঙ্কজ ত্রিপাঠি, প্রিয়াংশু পাইন্যুলি। প্রযোজক রুসো জানান এখন সিকুয়েলের চিত্রনাট্য নিয়ে কাজ চলছে এবং হেমসওয়ার্থ, টিম এবং নেটফ্লিক্সের সবাই আধির আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে। “আমরা দ্বিতীয় পর্বের কাজ শুরু করেছি। এখন চিত্রনাট্য পর্যায়ে আছি আর আগামী বছর কোনও এক সময় শুটিং শুরুর আশা করছি। আমি, হেমসওয়ার্থ আর নেটফ্লিক্স দারুণ রোমাঞ্চিত।” স্যাম হারগ্রোভ প্রথম পর্ব পরিচালনা করেছেন তিনি এর আগে রুসো এবং তার ভাই অ্যান্থনি সঙ্গে ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেইম’ ফিল্মে কাজ করেছেন। এর কাহিনী এক ভারতীয় মাফিয়া নেতার অপহৃত ছেলেকে উদ্ধার নিয়ে যার দায়িত্ব পড়ে বø্যাক অপস ভাড়াটে সেনা টাইলারের ওপর। ফিল্মটি প্রযোজনা করেছেন দুই রুসো ভাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।