Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিজেপি জোট ছাড়ার হুমকি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম


নতুন চালু করা কৃষি আইন নিয়ে ভারতের ক্ষমতাসীন জোট ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন বিজেপি’র একটি শরিক দল। রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (আরএলপি) প্রধান ও রাজস্থানের আইনপ্রণেতা হনুমান বেনিয়াল এক টুইট বার্তায় এই হুমকি দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে লেখা ওই বার্তায় নতুন আইন বাতিল করে অবিলম্বে কৃষকদের সঙ্গে আলোচনায় বসার আহŸান জানিয়েছেন তিনি। স¤প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের কৃষিনীতির বিরুদ্ধে আন্দোলনরত ভারতীয় কৃষকরা কার্যত দিল্লি ঘিরে ফেলেছে। এমন পরিস্থিতিতে কৃষকদের প্রতি সমর্থন জানিয়ে টুইট বার্তায় হনুমান বেনিয়াল লিখেছেন, ‘জনাব অমিত শাহ কৃষকদের চলমান আন্দোলনের প্রতি সমর্থনে দেশজুড়ে যে আবেগ তৈরি হয়েছে তার আলোকে সদ্য প্রণয়ন করা কৃষি সংক্রান্ত তিনটি বিল অবিলম্বে বাতিল করা উচিত। স্বামীনাথান কমিশনের সবগুলো সুপারিশ বাস্তবায়ন করতে হবে আর অবিলম্বে দিল্লিতে কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে হবে।’ এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ