Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতিহাস গড়েই চলেছেন বাইডেন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম : হোয়াইট হাউজের প্রেস টিমের সবাই নারী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো হোয়াইট হাউজে প্রেস শাখায় সিনিয়র সব সদস্য হিসেবে নারীদের নিয়োগ দিচ্ছেন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমনটা কখনো ঘটেনি। বাইডেন ঘোষণা করেছেন তার প্রেস শাখার প্রধান হবেন কেট বেডিংফিল্ড। তিনি জো বাইডেনের প্রচারণা টিমের সাবেক উপপরিচালক। অন্যদিকে তিনি প্রেস সেক্রেটারি হিসেবে মনোনীত করেছেন জেন পসাকি’কে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে জেন পসাকি ছিলেন হোয়াইট হাউজের যোগাযোগ বিষয়ক পরিচালক। নিজের প্রশাসনে বৈচিত্র আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচিত বাইডেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, আমি এটা ঘোষণা করে গর্বিত মনে করছি এ জন্য যে, হোয়াইট হাউজের কমিউনিকেশন টিমের সবাই হবেন নারী। এসব যোগ্যতাসম্পন্ন, অভিজ্ঞ কমিউনিকেটররা তাদের কাজের মাধ্যমে এবং দেশের প্রতি প্রতিশ্রুতির মাধ্যমে একটি উন্নত দেশ গড়ে তুলবেন। ওদিকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমালা হ্যারিসও তার প্রেস সহযোগী হিসেবে নারীদের নাম ঘোষণা করেছেন। তারা হলেন সিমোনে স্যান্ডার্স এবং অ্যাশলে ইতিয়েনে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, মন্ত্রীপরিষদের মনোনয়ন যেমন সিনেট কর্তৃক অনুমোদিত হতে হয়, প্রেস অফিসের নিয়োগের ক্ষেত্রে তা প্রয়োজন হয় না। এদিকে, একের পর এক ইতিহাস তৈরি করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন। প্রথমত, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। দ্বিতীয়ত, তিনি সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত প্রেসিডেন্ট। তৃতীয়ত, তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে প্রথম একজন নারী কমালা হ্যারিসকে বেছে নিয়েছেন। চতুর্থত, তিনি হোয়াইট হাউজের প্রেস টিমে সব সদস্যকে নারী হিসেবে নিয়োগ দিচ্ছেন। তবে এখনও কিন্তু গোঁ ধরে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ৩রা নভেম্বরের নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছিল বলে অভিযোগ অব্যাহত রেখেছেন। এ নিয়ে আইনি লড়াই চালানোর কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি নির্বাচনকে ‘রিগড ইলেকশন’ আখ্যায়িত করে টুইট করে যাচ্ছেন। এখনও এমন টুইটে তার একাউন্ট ভরা। তবে কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পা মচকানো জো বাইডেনের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, জো বাইডেন তার প্রশাসনে সবচেয়ে সিনিয়র সহযোগীদের নিয়োগ দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার প্রশাসনের প্রধান লক্ষ্য হবে করোনা ভাইরাসকে পরাজিত করা এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে পুনর্গঠন করা। ওদিকে রোববার তার অফিস থেকে নিশ্চিত করা হয়েছে যে, প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনকে জাতীয় নিরাপত্তা নিয়ে গোপন সব তথ্য সংশ্লিষ্ট বিষয়ে ব্রিফিং করার কথা। ক্ষমতা হস্তান্তরে পরবর্তী প্রশাসনের কাছে দেশের অতি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় জাতীয় নিরাপত্তার বিষয় ব্রিফিং করার রীতি প্রচলিত। এর প্রেক্ষাপটে বাইডেনকে ক্লাসিফায়েড ‘প্রেসিডেন্সিয়াল ডেইলি ব্রিফিং’ (পিডিবি) করা হবে। তিনি তার অর্থনীতি বিষয়ক টিমের শীর্ষ পদগুলো বাছাই করতে পারেন। জো বাইডেন যখন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে দায়িত্ব পালন করেছিলেন তখন বাইডেনের সঙ্গে যেসব কর্মকর্তা ছিলেন তাদের ভিতর থেকে কাউকে কাউকে রাখা হতে পারে এতে। রয়টার্স বলছে, সেন্টার ফর আমেরিকান প্রগ্রেস নামের থিংক ট্যাংকের প্রেসিডেন্ট নীরা ট্যান্ডেনের নাম আসবে অফিস অব ম্যানেজমেন্ট এন্ড বাজেট বিষয়ক পরিচালক হিসেবে। রয়টার্স, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ