Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিন্তার প্রসারতার জন্য মত প্রকাশের স্বাধীনতা জরুরি: ইমরান খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২০, ১:০৭ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলছেন, মার্কিন গণমাধ্যমগুলোর ট্রাম্পবিরোধী অবস্থানের কারণে মনে হয়েছিলো, তার বড় ধরনের পরাজয় হবে। কিন্তু ততটা হয়নি। পরাজিত প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বেশি ভোট পেয়েছেন ট্রাম্প।

শনিবার পাকিস্তানের এক্সপ্রেস নিউজের টকশো অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ইমরান খান বলেন, রাষ্ট্রে গণমাধ্যমের বড় ভূমিকা থাকলেও দেশ পরিচালনায় তা কখনো হুমকি নয়। গণমাধ্যমে আমারও সমালোচনা হয়। এটি কোনো সমস্যা সৃষ্টি করতে পারেনা।

মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘সমালোচনা দেশের সম্পদ। চিন্তার প্রসারতার জন্য মত প্রকাশের স্বাধীনতা জরুরি।’ পাকিস্তানের গণমাধ্যমের সাথে তার ভালো সম্পর্ক রয়েছে বলেও সাক্ষাতকারে দাবি করেন ইমরান খান

সূত্র: দ্যা ডন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইমরান খান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ