মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরান আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য সামরিক পোশাকের মার্কিন বুটধারীদের কোনো প্রয়োজন নেই।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আফগানিস্তানের অ্যারিয়ানা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
তিনি বলেন, আফগানিস্তানে মার্কিন সেনা সমাবেশ ছিল একটি সুস্পষ্ট আগ্রাসন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বর্তমানে আফগানিস্তানসহ গোটা অঞ্চলে যে সহিংস পরিস্থিতি বিরাজ করছে তা ওই আগ্রাসনেরই ফসল। খাতিবজাদে বলেন, আফগানিস্তান সরকারের প্রতি ইরানের দৃষ্টিভঙ্গি আমেরিকার দৃষ্টিভঙ্গির চেয়ে সম্পূর্ণ আলাদা।আমেরিকা গত ২০ বছর ধরে আফগান সরকারের সঙ্গে একটি দখলদার শক্তি হিসেবে আচরণ করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন সরকার গোপনে এবং আফগান সরকারের উপস্থিতি ছাড়াই তালেবানের সঙ্গে আলোচনা করেছে। তিনি বলেন, পক্ষান্তরে ইরান আফগান সরকারকে আগেভাগে জানিয়ে দিয়ে প্রকাশ্যে সুস্পষ্ট কিছু ইস্যুতে তালেবানের সঙ্গে আলোচনা করেছে।
খাতিবজাদে বলেন, ইরানের সীমান্তবর্তী আফগানিস্তানের যেসব এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে সেসব সীমান্তের নিরাপত্তা রক্ষার স্বার্থে তালেবানের সঙ্গে ইরানের আলোচনা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকা সৎ উদ্দেশ্যে কখনও এই অঞ্চলে সেনা পাঠায়নি। তিনি বলেন, ইরান মনে করে, আফগানিস্তানের সরকার ও জনগণ মার্কিন সেনা উপস্থিতি ছাড়াই তাদের দেশের নিরাপত্তা রক্ষা করতে সক্ষম।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।