পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী মাহফিল শুরু হয়েছে। গতকাল বাদ মাগরিব ছারছীনা শরীফের পীর আলহাজ হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ জিকির আজকার, তা’লীম পরিচালনা করেন। এরপর কুরআন তেলাওয়াত, হামদ-না’ত ও গুরুত্বপূর্ণ নসীহতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়।
আজ মাহফিলের ১ম দিন। আগামী মঙ্গলবার বাদ জোহর হযরত পীর ছাহেব দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে ও সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস থেকে রক্ষার জন্য বিশেষ দোয়া করে আখেরি মোনাজাত পরিচালনার মাধ্যমে মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ।
ইতোমধ্যে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান মাহফিলের ময়দানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি মাহফিলে অংশগ্রহণের জন্য আরও হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান দেশের প্রত্যন্ত অঞ্চল হতে রিজার্ভ বাস, লঞ্চ, ট্রলারসহ বিভিন্ন যানবাহনে করে মাহফিলের উদ্দেশে পথে রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।