Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জানুয়ারিতে ব্রিটেনে ফের লকডাউনের হুঁশিয়ারি বরিস জনসনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২০, ৫:১৪ পিএম

জানুয়ারিতে ব্রিটেনে ফের লকডাউনের হুঁশিয়ারি দিলেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।ব্রিটিশ নাগরিকদের আশ্বস্ত করে বরিস জনসন বলেছেন, কয়েক স্তরের স্বাস্থ্য বিধি, লকডাউন আর নানা পদক্ষেপ তাদের ‘ভাগ্য’ নয়। কোভিড নিয়ন্ত্রণেই এসব বিধি আরোপ করা হচ্ছে। ব্রিটেনে ৯৯ শতাংশ মানুষ এখন বৈঠক, সভা, সমাবেশ, বন্ধুদের সঙ্গে দেখা বা পারিবারিকভাবে মিলিত হওয়ার সুযোগ থেকে কয়েক স্তরের কঠোর বিধিনিষেধে পড়েছে। -মিরর

এ নিয়ে ব্রিটিশ নাগরিকদের মধ্যে ক্ষোভও দেখা গেছে। রাস্তায় নেমে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করছেন ব্রিটিশরা। ডাউনিং স্ট্রিটে সাংবাদিক সম্মেলনে বরিস বলেছেন, তার দেশের প্রতিটি এলাকা নজরদারি করা হচ্ছে যাতে কোভিড আক্রান্ত হওয়া থেকে বাঁচা যায়। এজন্যে ব্যবসা বাণিজ্য ও যাতায়াত স্থবির হয়ে পড়ায় বরিস দুঃখ প্রকাশ করেন। বরিস বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারলে কিংবা স্বাচ্ছন্দ্য অনুভব করলে কোভিড মোকাবেলা ব্যবস্থাপনায় যা কষ্ট করে অর্জন করা গেছে তাও হারিয়ে যাবে। আমাদের সবধরনের ক্ষতি দিয়েও জীবাণুটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে হবে এবং নতুন করে লকডাউন আরোপ করতে হবে।

বরিস বর্তমান পরিস্থিতিকে হৃদয়বিদারক ও হতাশাজনক অভিহিত করে বলেন কিছুই করার নেই। এখন স্কুল খুললে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে না। বিভিন্ন স্তরের বিধি নিষেধ ১৪ দিন পরপর পুনর্বিবেচনা করার কথাও জানান বরিস। গত বছর ডিসেম্বরে ব্রিটেনে লকডাউন প্রত্যাহারের পর ৫৫ মিলিয়ন মানুষকে করোনাভাইরাসের কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। বর্তমানে ব্রিটেনে উইট ও সিসিলি দীপপুঞ্জ ও কর্নওয়ালে স্বাস্থ্যবিধি কিছুটা শিথিল রয়েছে এবং এসব এলাকায় দেশটির ১ শতাংশ মানুষ বাস করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্যে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ