Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা ও ওয়ার্ল্ড এইডস্ ডে-২০২০

| প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২০, ১২:০৪ এএম

১৯৮৮ সাল থেকে প্রতি বছর পহেলা ডিসেম্বর বিশ্ব এইডস্ দিবস হিসেবে পালিত হচ্ছে। বিশ্ব এইডস্ দিবসে সাধারণ জনগণকে এইচআইভি সংক্রমণ সম্পর্কে সচেতন করে তোলার লক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। ২০১৬ সালে ইউএনএইডস্ -এর ডাটা অনুযায়ী বিশ্বব্যাপী এক মিলিয়ন মানুষ এইডস্ সম্পৃক্ত রোগে মারা যায়। প্রতি বছর বিশ্বের সবগুলো দেশ একযোগে পহেলা ডিসেম্বর এইডস্ দিবসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এইডস্ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন অনুষ্ঠান পালন করে থাকে। কোভিড-১৯ বুঝিয়ে দিয়েছে একটি মহামারী চলাকালীন সময়ে কেউই নিরাপদ নয় যতক্ষণ পর্যন্তনা সবাই নিরাপদ। আপামর জনগণকে বাদ দিয়ে আমরা কখনই সফলতা অর্জন করতে পারবো না। কোভিড-১৯ এর মাধ্যমে আমরা উপলব্ধি করতে সক্ষম হয়েছি কিভাবে স্বাস্থ্য জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সম্পৃক্ত। যেমন-মানবাধিকার, সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি। এসব বিষয় মনে রেখেই ২০২০ সালের বিশ্ব এইডস্ দিবসের থিম বা মূল প্রতিপাদ্য বিষয় হলো “Global solidarity, shared responsibility.”

এইচআইভি ভাইরাস এইডস্ বিভিন্ন রোগ সৃষ্টি করে থাকে। এ ভাইরাস একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়তে পারে রক্ত সঞ্চালন, এইচআইভি আক্রান্ত সুই এবং যৌন সম্পর্কের মাধ্যমে। এছাড়াও এইচআইভি বহনকারী মহিলা থেকে গর্ভাবস্থায় এবং প্রসবকালীন সময়ে তার সন্তানের মধ্যে এ ভাইরাস বিস্তার লাভ করতে পারে। এইডস্ তখনই হয় যখন এইচআইভি সংক্রমণের কারণে কারো রোগ প্রতিরোধ ব্যবস্থা নষ্ট হয়ে যায়। সর্বসাধারণের সচেতনতার জন্য এইচআইভি সংক্রমণের কিছু লক্ষণ জানা প্রয়োজন যা নিম্নরূপ: (ক) দ্রুতগতিতে ওজন কমে যাওয়া। (খ) শুষ্ক কাশি। (গ) বার বার জ্বর আসা। (ঘ) রাতের বেলায় প্রচন্ড ঘামিয়ে যাওয়া। (ঙ) অনবরত এবং বর্ণনাতীত দুর্বলতা। (চ) কিছু স্থানের লসিকাগ্রন্থি ফুলে যাওয়া। (ছ) এক সপ্তাহের বেশি সময় ডায়রিয়া থাকলে। এর ব্যতিক্রমধর্মী কোনো দাগ জিহ্বা বা মুখের ভিতর দেখা দিলে। (জ) স্মৃতিশক্তি ধীরে ধীরে নষ্ট হওয়া ও বিষন্নতা।

এইচআইভি আক্রান্তদের মুখের সমস্যা প্রায়ই দেখা যায়। এইচআইভি আক্রান্তদের তিন ভাগের একভাগেরও বেশি মানুষের মুখে সমস্যা থাকে। এটি হয়ে থাকে দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থার কারণে। এইচআইভি আক্রান্তদের মুখের সমস্যার লক্ষণসমূহ ঃ (১) ওরাল ক্যান্ডিডোসিস (থ্রাস)। (২) বার বার মুখে অ্যাপথাস আলসার। (৩) হেয়ারি লিউকোপ্লাকিয়া। (৪) জ্বরঠোসা। (৫) ক্যাপোসিস সারকোমা (টিউমার)। (৬) হারপিস সিমপ্লেক্স ভাইরাস সংক্রমণ। (৭) লসিকাগ্রন্থি ফুলে যাওয়া। (৮) শুষ্ক মুখ যার কারণে দাঁতে ক্ষয়, খাবার গ্রহণ এবং গলধ:করণে সমস্যা হতে পারে। (৯) জিহ্বা বা মুখে কালো, সাদা বিশেষ ধরণের দাগ।

তার মানে এই নয় যে, উপরের মুখের ও শারীরিক লক্ষণসমূহ দেখা দিলেই কেউ এইচআইভি আক্রান্ত হয়েছেন বা এইডস্ রোগ আছে-এমনটি ভাবা মোটেও ঠিক নয়। এক্ষেত্রে আপনার চিকিৎসক প্রয়োজন মনে করলে আপনাকে এইডস্ পরীক্ষা করিয়ে নিতে পারেন। এইডস্ পরীক্ষার ফলাফল পজেটিভ হওয়ার অর্থ এই নয় যে, আপনার এইডস্ রোগ হয়ে গেছে। এমন অনেক মানুষ দেখা গেছে যারা এইচআইভি পজেটিভ কিন্তু তাদের অনেক বছর কোনো লক্ষণই দেখা যায়নি। এইচআইভি সংক্রমণের লক্ষণসমূহের উপর ভিত্তি করে সব সময় মন্তব্য করা ঠিক নয়। সার্বিক অবস্থা বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে।
এইডস্ বিস্তারে বর্তমানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম। এইডস্ রোগীর পরিসংখ্যান যাই হোক না কেন এ কথা নির্দ্বিধায় বলা যায় যে, সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিবে। কেবল সভা, সেমিনার নয় সত্যিকার অর্থে কাজ করতে হবে। একটি কথা না বললেই নয় যে, বর্তমানে মিয়ানমারের রাখাইন রাজ্যের ১২ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে রোহিঙ্গাদের স্বাস্থ্য পরীক্ষায় বেশ কিছু এইচআইভি ভাইরাস পজিটিভ ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তবে অধিকাংশ রোহিঙ্গাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। তাই যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে আমাদের দেশের জনগণ এইডস্ -এর ব্যাপক ঝুঁকির মধ্যে পড়বে। এছাড়া মিয়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট ও চোরাই পণ্য পাচার বন্ধ করতে হবে। তাই এই বিষয়টি সবার খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে মিয়ানমারে প্রচুর এইডস্ রোগী রয়েছে।

তাই বাঁচতে হলে শুধু জানলেই হবে না, অন্যকে জানানোর মাধ্যমে সার্বিক সামাজিক সচেতনতার লক্ষে একযোগে কাজ করতে হবে। নষ্ট করার মতো সময় এক মুহুর্তও নেই। আসুন আমরা গোঁড়ামি ও চরম পন্থা বর্জন করে ধর্মীয় অনুশাসনগুলো মেনে নৈতিক মূল্যবোধসম্পন্ন জীবন গড়ার মাধ্যমে প্রগতিশীল বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করি।

ডাঃ মোঃ ফারুক হোসেন
মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ
মোবাইল ঃ ০১৮১৭৫২১৮৯৭
ই-মেইল ঃ [email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়ার্ল্ড-এইডস-ডে-২০২০
আরও পড়ুন