বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জে দু’ চেয়াম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সাংখা বেড়ে দাড়িয়েছে ৩ এ। গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামের করিম মোল্লার ছেলে শহিদ মোল্লা (৪০) ও বুধবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই ইউনিয়নের দাসেরকান্দি গ্রামের মোসলেম ফকিরের ছেলে কালাই ফকির (৪৫) মারা যান। এরআগে গত ২৩ নভেম্বর সংঘর্ষের দিন আহত জলিল শেখের ছেলে কালাম শেখকে (২৫) হাসপতালে নেয়ার পথে মারা যায়।
মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাশার ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান রাগদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান টুটুলের মধ্যে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিলো। ইউপি নির্বাচনকে সামনে রেখে ওই দু’ চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে উত্তোজনা চরম আকার ধারণ করে। এ উত্তেজনাকে কেন্দ্র করে সোমবার ২৩ নভেম্বর সকাল ৮ টার দিকে দু’ পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই ইউপির শ্রীযুতপুর গ্রামে সংঘর্ষে লিপ্ত হয়। পরে খবর পেয়ে সকাল ৯ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিততি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ২১ জন আহত হয়। রাজৈর হাসপাতালে নেয়ার পথে কালাম শেখ মারা যায়। বুধবার রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আবস্থায় আহত শহিদ মোল্লা ও ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন কালাই ফকির মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।